সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়োজন ছিল। তাই এটিএম থেকে তুলতে গিয়েছিলেন টাকা। কিন্তু টাকা তুলেই বিপাকে পড়লেন মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা গোবর্ধন শর্মা। রবিবার স্থানীয় এটিএম কাউন্টার থেকে টাকা তোলেন তিনি। কিন্তু টাকা তোলার পরেই দেখতে পান নতুন ৫০০ টাকার নোট গুলিতে মহাত্মা গান্ধীর ছবিই নেই।
[মোদির সর্বক্ষণের সঙ্গী এই ব্রিফকেসেই কি থাকে পরমাণু বোমার ট্রিগার?]
এরপরেই হতবাক গোবর্ধন এটিএমের নিরাপত্তারক্ষীর গোচরে ব্যাপারটি নিয়ে আসেন। কিন্তু সেও সাহায্য করতে পারেনি। শেষে এটিএম থেকে ব্যাঙ্ক কর্মচারীদের ফোন করেন তিনি। তাঁদের পুরো ঘটনাটি জানান।
[ধর্মীয় স্থানের ১০০ মিটারের মধ্যে ‘সাইলেন্ট জোন’! নির্দেশিকা জারি প্রশাসনের]
এদিকে স্টেট ব্যাঙ্কের আধিকারিকরা জানিয়েছেন ওই নোটগুলি আসল। তবে ছাপানোর ভুলেই এই কাণ্ড ঘটেছে। রিজার্ভ ব্যাঙ্কে জমা দিলেই নোটগুলি পাল্টে দেওয়া হবে। এর আগে গত ২৫ এপ্রিল একই রকম একটি ঘটনা ঘটেছিল। শিয়োপুরের এক বাসিন্দা এটিএম থেকে ২০০০ টাকার নোট তুলে দেখেন তাতে মহাত্মা গান্ধীর ছবি নেই।
[এক নয়, এবছরই একগুচ্ছ ‘ধামাকা’ পরিষেবা আনছে Reliance Jio]
The post এটিএম থেকে বেরলো মহাত্মা গান্ধীর ছবি ছাড়া ৫০০ টাকার নোট appeared first on Sangbad Pratidin.