shono
Advertisement

ডায়মন্ড হারবার লোকালের যাত্রী আস্ত ঘোড়া! ব্যাপারটা কী?

হতবাক যাত্রীরা।
Posted: 12:14 PM Apr 08, 2022Updated: 05:35 PM Apr 08, 2022

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: লোকাল ট্রেনে আস্ত একটা ঘোড়া! ভাবুন তো কেমন হবে? এই ঘটনার সাক্ষী হলেন বৃহস্পতিবারের ৩৪৮৪৮ ডায়মন্ড হারবার লোকালের যাত্রীরা। ব্যাপারটা কী?

Advertisement

রাতারাতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটা ছবি। সেখানে দেখা যাচ্ছে, লোকাল ট্রেনের কামরা। স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড়। তারই মাঝে দাঁড়িয়ে একটি ঘোড়া। কীভাবে লোকাল ট্রেনে এল ওই ঘোড়া? জানা গিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি ঘোড়ার দৌড়ের আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন ঘোড়ার মালিক গফুর আলি মোল্লা। এবার অনুষ্ঠান শেষে ফিরবেন কীভাবে? অগত্যা দক্ষিণ দুর্গাপুর স্টেশনে পৌঁছে যান তিনি। উঠে পড়েন ট্রেনে। যাত্রীরা বারণ করলেও শোনেননি ঘোড়ার মালিক। 

[আরও পড়ুন: যেমন কর্ম, তেমন ফল! মন্দিরে চুরি করতে গিয়ে নিজের তৈরি করা গর্তেই আটকে গেল চোর, তারপর…]

এরপর যথারীতি বাধ্য হয়েই ঘোড়ার সঙ্গেই লোকাল ট্রেনে সফর করেন অন্য যাত্রীরা। নেতড়া স্টেশনে ঘোড়া নিয়ে নেমে পড়েন মালিক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষেপে গিয়েছেন যাত্রীরা। কেউ কেউ আবার মজাও পেয়েছেন। তবে সকলেরই প্রশ্ন, জিআরপির নজরদারি সত্ত্বেও কীভাবে ঘোড়া নিয়ে ট্রেনে উঠল ওই ব্যক্তি? 

এ বিষয়ে ডায়মন্ড হারবার জিআরপি বলেন, এ ধরনের কোনও বিষয় তাদের জানা নেই। অভিযোগ পেয়ে অবশ্য তৎপর হয়েছে রেল পুলিশ। শুক্রবার দুপুরের দিকে ঘোড়ার মালিককে গ্রেপ্তার করেছে আরপিএফ। ট্রেনের নিত্যযাত্রীদের একাংশের দাবি, মাঝেমধ্যেই এভাবে ঘোড়া তোলা হয় ট্রেনে। প্রতিবাদ করলেও বিশেষ কোনও লাভ হয় না। 

[আরও পড়ুন: এক ফোঁটা জলের জন্য প্রাণের ঝুঁকি! মহারাষ্ট্রের মহিলার ভিডিও দেখে চোখে জল নেট দুনিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার