shono
Advertisement

আত্মহত্যার জন্য ব্রিজ থেকে ঝাঁপ, ওভারহেড তারে পড়ে ঝলসে গেল যুবক

মদ্যপ অবস্থায় ডানকুনি রেল ব্রিজের উপর চড়েন ওই যুবক।
Posted: 10:44 AM May 08, 2023Updated: 10:44 AM May 08, 2023

সুব্রত বিশ্বাস: তিন কূলে কেউ নেই। সঙ্গী মদ। দিনভর নেশায় বুদ হয়ে থাকাটাই অভ্যাস। এই করে শেষমেষ বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায় বাবাই দাসের (৩০)। নিজেকে শেষ করে দিতে মদ্যপ অবস্থায় ডানকুনি রেল ব্রিজের উপর চড়ে যায় রবিবার রাতে। সেখান থেকে লাইনের উপর ঝাঁপ। ওভারহেড তারের উপর পড়ে ঝলসে যায় শরীরের বেশ কিছু অংশ।

Advertisement

শুরু হয়ে যায় হইচই। আরপিএফ ও জিআরপি আহত অবস্থায় তাকে প্রথমে চন্ডিতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ভরতি করে। রবিবার রাত সাড়ে আটটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে জিআরপি জানতে পারে, ওই যুবকের নাম বাবাই দাস। বাড়ি ডানকুনি বিদ্যাসাগর পল্লিতে। নিজের বলতে কেউ নেই। সারাদিন মদ্যপ অবস্থায় থাকে। ঘটনার সময়ও আকন্ঠ মদ খেয়ে ছিল।

[আরও পড়ুন: গেরুয়াপন্থী সংগঠনের রবীন্দ্র অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে বাদ শুভেন্দুর নাম, সংযোজিত সুকান্ত]

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান যাত্রীরা। তবে কেউ ঠাওর করতে পারেনি যুবক আত্মহত্যার জন্য ব্রিজে উঠেছে। হাইভোল্টেজ তারের উপর পড়ায় প্রচণ্ড শব্দ ও আগুনের ঝলকে উপস্থিত মানুষজন বুঝতে পারেন ঝাঁপ দেওয়ার বিষয়টি।

[আরও পড়ুন: অভিষেকের বার্তার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বায়রন বিশ্বাস, তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement