সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাম্বুল্যান্সের ভাড়া না থাকায় ব্যাগে ৫ মাসের মৃত সন্তানকে ভরে বাড়ির পথে রওনা হয়েছিলেন বাবা। মর্মান্তিক এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তোপ দেগেছেন বিরোধী নেতারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গোটা খবরটি এসে পৌঁছায়নি। সাংবাদিক সম্মেলনে তাঁর প্রতিক্রিয়া দেখে অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
সাংবাদিকদের মুখেই এ খবর শোনেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আর তারপর বলেন, “ছোট্ট শিশুকে অনেক সময় আমরা দেখেছি কোলে করে নিয়ে যায়। পরিবারও অনেক সময় অ্যাম্বুল্যান্সে মৃতদেহ নেয় না। সাধারণত হয় না। পরিবারের ইচ্ছের উপর হয়।” এরপরই যোগ করেন, “এখন তো অ্যাম্বুল্যান্স প্রচুর রয়েছে। আমি তো রাজ্য সরকার এবং সাংসদ তহবিল থেকে প্রায় ৪০০-৫০০ অ্যাম্বুল্যান্স করে দিয়েছি। অ্যাম্বুল্যান্সের তো কোনও ঘাটতি নেই। যদিও কোনও ঘাটতি থাকে, লোকাল ঘাটতি থাকতে পারে। তবে আমি বলব বিষয়টা একটু দেখে নিতে। এটাও হতে পারে হয়তো সেই মুহূর্তে কোনও অ্যাম্বুল্যান্স ছিল না।”
[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন’, ডিএ নিয়ে আন্দোলনে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মা। পেশায় পরিযায়ী শ্রমিক। তাঁর পাঁচ মাসের যমজ পুত্রসন্তান। জানা যায়, গত রবিবার একইসঙ্গে তাঁর দুই সন্তান অসুস্থ হয়। একাধিক হাসপাতাল ঘুরে দুই খুদেকে ভরতি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফেরে অসীমের এক সন্তান। আরেক সন্তানের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। শনিবার রাতে মৃত্যু হয় তার।
এরপরই তার দেহ বাড়ি ফেরাতে লড়াই শুরু হয় বাবার। অ্যাম্বুল্যান্সের অভাবে দেহ ব্যাগে ভরে বাসে করে ২০০ কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি। এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপারের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যদপ্তর। কেন ব্যাগে দেহ? কেন মিলল না অ্যাম্বুল্যান্স? তোলা হয়েছে সেই প্রশ্ন।