shono
Advertisement

মদ্যপান নিয়ে অশান্তি, স্ত্রীর উপর অভিমানে ১২০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে স্বামী!

টাওয়ারের নিচে ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
Posted: 11:36 AM Feb 18, 2024Updated: 11:36 AM Feb 18, 2024

দেবব্রত দাস, খাতড়া: মদ্যপান নিয়ে স্ত্রীর সঙ্গে তীব্র অশান্তি। অভিমানে ১২০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে বসলেন মদ্যপ স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার আমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাতি গ্রামে জোর হইচই। গভীর রাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় টাওয়ার থেকে ওই ব্যক্তিকে নামানো হয়।

Advertisement

বাঁকুড়ার আমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাতি গ্রামের বাসিন্দা সীমন্ত মাঝি। পেশায় খেতমজুর। মদ্যপান নিয়ে স্ত্রী মিঠুর সঙ্গে নিত্য অশান্তি লেগেই থাকে তাঁর। স্থানীয়দের দাবি, শনিবার দুপুরেও মদ খেয়ে বাড়ি ফেরেন সীমন্ত। সেই সময় মিঠু বাড়িতে ছিলেন না। তিনি গ্রামে আসা এক সাপুড়ের কাছ থেকে মাদুলি কিনতে যান। তা নিয়ে মিঠুর সঙ্গে ঝগড়াঝাটি হয় সীমন্ত। ওই সাপুড়েকেও তিনি গালিগালাজ করেন বলেই অভিযোগ।

[আরও পড়ুন: ব্যবসার টাকা কোথায় যাচ্ছে? প্রশ্ন তুলতেই মধ্যমগ্রামের ভরা বাজারে স্ত্রীকে কোপালো স্বামী]

ঝগড়াঝাটির পর বাড়ি থেকে বেরিয়ে যান সীমন্ত। স্ত্রী মিঠু ভেবেছিলেন রাগ কমে গেলে হয়তো আবার বাড়ি ফিরবেন স্বামী। তবে এবার আর তেমন হল না। রেগেমেগে গ্রামের পাশে থাকা ১২০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন সীমন্ত। গ্রামবাসীরা হাজার ডাকাডাকি করলেও নিচে নেমে আসেননি তিনি। বাধ্য হয়ে পুলিশে খবর দেওয়া হয়। টাওয়ারের নিচে অগণিত মানুষ ভিড় জমান। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু সীমন্তকে নামাতে ব্যর্থ হন দমকল কর্মীরাও। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গভীর রাতের দিকে তার টাওয়ার থেকে নামানো সম্ভব হয়।

[আরও পড়ুন: সন্দেশখালিতে নারী নির্যাতন মানল পুলিশ, ‘শাহজাহানের গ্রেপ্তারির দায়িত্ব ইডির’, বললেন রাজীব কুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement