shono
Advertisement

চুরি করে পালাতে গিয়ে ৪০ ফুট গর্তে! মর্মান্তিক মৃত্যু যুবকের

কী করে ওই যুবক গর্তে পড়ে গেলে তা খতিয়ে দেখা হচ্ছে।
Posted: 01:31 PM Mar 10, 2024Updated: 05:07 PM Mar 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। দাবি, চুরি করে পালাতে গিয়েই তিনি ওই গর্তে পড়ে যান। রবিবার ভোরে দিল্লির (Delhi) কেশপুর মান্ডি এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকলও। পরে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, দিল্লি জল বোর্ডের জল শোধনাগারের গর্তে ৩০ বছরের ওই যুবক পড়ে যান। খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অন্তত পাঁচটি ইঞ্জিন হাজির ছিল ঘটনাস্থলে। ওই গর্তের সমান্তরালে আরও একটি গর্ত খোঁড়া হয়। তার পর সেই গর্তের মধ্যে ঢুকে দেহটি উদ্ধার করেন উদ্ধারকারীরা। মনে করা হচ্ছে, চুরি করে পালাতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটে। দিল্লির জলমন্ত্রী আতিশি জানিয়েছেন, কী করে ওই যুবক পড়ে গেলেন, কেনই বা তিনি বোরওয়েল রুমে গেলেন তা খতিয়ে দেখা হবে। তবেই আসল কারণটি জানা যাবে।

[আরও পড়ুন: রামনবমীর ছুটিতে প্রবল আপত্তি কবীর সুমনের, সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন শিল্পী?]

প্রসঙ্গত, গত মাসেই গুজরাটে ঠিক এমনই দুর্ঘটনা ঘটেছিল। ২ বছরের একটি ছেলে জামনগরের এক রাস্তায় খোঁড়া গর্তে পড়ে গিয়েছিল। প্রায় ৯ ঘণ্টার লড়াইয়ের পর তাকে উদ্ধার করা হয়েছিল। 

[আরও পড়ুন: শরীরে নেই একটুকরো সুতো, হাসপাতালের ভিতরে নগ্ন হয়ে ঘুরছেন চিকিৎসক! বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement