সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রাস্তা পার হওয়ার সময় ধাক্কা মেরে তাঁকে ১০ মিটার টেনে নিয়ে গেল গাড়ি। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যান চালক। বুধবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির কনট প্লেসে। অভিযুক্ত গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আরও পড়ুন: মণিপুরে অশান্তি অব্যাহত, জিরিবাম জেলায় গুলির লড়াইয়ে নিহত অন্তত ৬]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লেখরাজ। বয়স আনুমানিক ৪৫। তিনি ভবঘুরে ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। লেখরাজের মৃত্যুর পর তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি খতিয়ে দেখে ঘাতক গাড়িটিতে শনাক্ত করে পুলিশ। সেই সূত্রেই অভিযুক্ত চালক শিবম দুবেকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। শিবম মধ্যপ্রদেশের বাসিন্দা।
তদন্তকারীর সূত্রে আরও জানা গিয়েছে, শিবম উত্তর দিল্লির মহিপালপুরের এক বন্ধুর থেকে গাড়ি নিয়ে কনট প্লেসের কাছে পরিচিতের বাড়িতে গিয়েছিলেন। ফিরে আসার সময় দুপুর প্রায় সাড়ে ৩টের দিকে লেখরাজকে ধাক্কা মারে শিবমের গাড়ি। মৃত ব্যক্তি গাড়ি চাকার সঙ্গে আটকে যান। অভিযোগ, সেই অবস্থাতেই প্রায় ১০ মিটার এগিয়ে যায় গাড়িটি। শেষে আহত লেখরাজকে ফেলে রেখেই পালিয়ে যান শিবম। ঘটনার পর ধৃত গাড়িটি বন্ধুর কাছে ফেরত দেন। গাড়ির মালিকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁকে তলব করে শিবমের খোঁজ পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।