shono
Advertisement

সৎকারের পর গঙ্গা স্নানে বিপত্তি, নিমতলা ঘাটে বানের জলে ভেসে মৃত্যু যুবকের

এখনও নিখোঁজ এক মহিলার খোঁজে চলছে তল্লাশি৷ The post সৎকারের পর গঙ্গা স্নানে বিপত্তি, নিমতলা ঘাটে বানের জলে ভেসে মৃত্যু যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:19 AM Feb 20, 2019Updated: 03:42 PM Feb 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ত্যেষ্টি সেরে গঙ্গা স্নানের সময় বিপত্তি৷ নিমতলা মহাশ্মশানে গঙ্গার জলের তোড়ে ভেসে যান ৯ জন৷ মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে সাতজনকে উদ্ধার করা হয়৷ তবে তাঁদের মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে৷ বাকি ছ’জন আপাতত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি৷ তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ এই ঘটনার পর থেকে এখনও নিখোঁজ এক মহিলা৷ তাঁর খোঁজে ডুবুরি নামিয়ে রাতভর চলেছে তল্লাশি৷

Advertisement

[হ্যাকারদের নিশানায় কলকাতা পুরসভা, চেক ‘ক্লোন’ করে টাকা গায়েব]

মঙ্গলবার সন্ধে নাগাদ একজনের দেহ দাহ করার জন্য নিমতলা মহাশ্মশানে পৌঁছায় ন’জনের একটি দল৷ ঘণ্টা তিনেকের মধ্যেই সৎকার শেষ হয়ে যায়৷ নিয়মানুযায়ী দাহ শেষে গঙ্গা স্নানে নেমেছিলেন মৃতদেহ সৎকার করতে আসা ওই নজন৷ তবে আচমকাই বান আসে৷ অন্ধকারের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই জলের তোড়ে ভেসে যান ওই ন’জন৷ গঙ্গাঘাটের আশেপাশে থাকা সাধারণ মানুষজন চিৎকার, চেঁচামেচি শুরু করেন৷ তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ স্থানীয়দের তৎপরতায় এক যুবককে কিছুক্ষণের মধ্যেই গঙ্গার ঘাটে টেনে তোলা হয়৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ তবে শেষরক্ষা হয়নি৷ কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি৷ জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ মজুমদার৷

[রাষ্ট্রসংঘের বিচারে বিশ্বসেরা মমতার ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প]

এদিকে, রাতভর বাকি আটজনের খোঁজে ডুবুরি নামিয়ে চলে গঙ্গায় তল্লাশি৷ রাতেই একে একে সাতজনকে উদ্ধার করে পুলিশ৷ তাঁরাও প্রত্যেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন৷ ওই সাতজনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক৷ এই ঘটনায় এখনও নিখোঁজ মিতালি মজুমদার নামে এক মহিলা৷ তাঁর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা। এই খবর বাড়িতে পৌঁছতে শোকের আবহ আরও ভারী হয়ে ওঠে। আহতদের জন্য উদ্বেগে পরিবারের অন্যান্য সদস্যরা।

The post সৎকারের পর গঙ্গা স্নানে বিপত্তি, নিমতলা ঘাটে বানের জলে ভেসে মৃত্যু যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement