সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম থেকে লোপাট সারাজীবনের পুঁজি৷ শোকে প্রাণ হারালেন ষাটোর্ধ্ব বৃদ্ধ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসত এলাকায়৷ মৃতের নাম অমিয়কুমার পাল৷
[সুকমায় শহিদদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা ও চাকরির আশ্বাস মমতার ]
রাজ্য সরকারের কর্মী ছিলেন অমিয়বাবু৷ কিছুদিন আগেই অবসর নিয়েছিলেন৷ পরিবারে মানুষ বলতে ছিলেন তিনি ও তাঁর স্ত্রী বাসন্তীদেবী৷ পেনশনের পুঁজির উপর নির্ভর করেই চলত সংসার৷ শনিবার সকালে স্থানীয় আমডাঙা এলাকার মীরহাটির একটি এটিএম থেকে ২ হাজার টাকা তুলতে যান তিনি৷ জানা গিয়েছে, সেখানেই দুই যুবক প্রথমে তাঁর এটিএমের পাসওয়ার্ডটি কোনওভাবে দেখে নেয়৷ পরে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কোনওভাবে কার্ডটি বদলে দেয়৷
বিষয়টি তখন অমিয়বাবু বুঝতে পারেন, যখন সোমবার তিনি ব্যাঙ্কে পাসবই আপডেট করতে আসেন৷ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে মাথায় বাজ পড়ে তাঁর৷ ততক্ষণে ৭৮ হাজার টাকা লোপাট হয়ে গিয়েছে তাঁর৷ পরিবারের দাবি, নগদে তোলা হয়েছে মোট ৩৮ হাজার টাকা৷ আর বাকি ৪০ হাজার টাকা অনলাইনে ট্রান্সফার করা হয়েছে৷ অভিযোগ, একথা শুনেই অসুস্থ হয়ে পড়েন অমিয়বাবু৷ ব্যাঙ্কের বাইরে বেরিয়ে আসার পরই মাথা ঘুরে পড়ে যান তিনি৷
[কলাপাতায় ডাল-ভাত খেয়ে নকশালবাড়িতে সফর শুরু অমিত শাহর]
প্রথমে তাঁকে বারাসতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়৷ সোমবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ পরিবারের অভিযোগ, মীরহাটির ওই এটিএমে নিরাপত্তারক্ষী থাকলে হয়তো এমন পরিস্থিতি হত না৷ তবে এটিএমের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর দাবি, হামেশাই পাহারা থাকে ওই এটিএমে৷ এদিকে যে ব্যাঙ্কের শাখায় অমিয়বাবুর অ্যাকাউন্ট সেখান থেকে জানানো হয়েছে, টাকা লোপাটের কোনও অভিযোগ এখনও পর্যন্ত মেলেনি৷ অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে৷
[ইজরায়েলি মতে বিয়ে করলেন ‘মাদার’ সোফিয়া]
The post এটিএম থেকে লোপাট সারাজীবনের পুঁজি, শোকে মৃত্যু বৃদ্ধের appeared first on Sangbad Pratidin.