সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শখ করে নামি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে ভয়ংকর কাণ্ড। ধোঁয়া ওঠা সুস্বাদু খাবার পাতে পড়তেই দিশেহারা অবস্থা গ্রাহকের। কেন? কারণ চিকেন ডিশে মেলে ইঁদুরের মাংস। এমনটাই অভিযোগ। এই বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানালে তারা তা কানে তোলেনি। এরপর পুলিশে অভিযোগ জানান গ্রাহক। তার ভিত্তিতে রেস্তোরাঁ ম্যানেজার, রাধুনি এবং ওয়েটারের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
মুম্বইয়ের (Mumbai) পালি হিলের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন অনুরাগ সিং নামের এক যুবক। পুলিশে দায়ের করে অভিযোগে তিনি জানিয়েছেন, ঘটনার দিন বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে ওই রাস্তায় খেতে যান তিনি। চিকন এবং মাটন থালির পাশাপাশি পাউরুটির অর্ডার দেন। টেবিলে খাবার পৌঁছতেই আঁতকে ওঠেন অনুরাগ এবং তাঁর বন্ধুরা। কারণ একটি থালির মাংস ছিল অন্যরকম। ভাল করে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছিল সেটি আদতে ইঁদুরের মাংস।
[আরও পড়ুন: উপাচার্য পেতে চলেছে যাদবপুর? ছাত্রমৃত্যুর আবহেই আজ জরুরি বৈঠকের ডাক রাজ্যপালের]
ওই মুহুর্তে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান অনুরাগ এবং তাঁর বন্ধুরা। যদিও রেস্তোরাঁর ম্যানেজের তাতে আমল দেননি। এর পরেই বান্দ্রা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান অনুরাগ। যার ভিত্তিতে রেস্তোরাঁ ম্যানেজার, রাধুনি এবং ওয়েটারের বিরুদ্ধে মামাল রুজু করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।