সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার ধর্ষণ। সেই নৃশংসতা, অত্যাচারের শিকার এক তরুণী! মদ্যপান করিয়ে রাস্তাতেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। এমনকী সেই কাণ্ডের ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হল সামাজিক মাধ্যমে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়নে। ভিডিও দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত যুবক। সেই ভরসা দিয়ে নির্যাতিতাকে মদ্যপান করিয়ে রাস্তাতেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী কাণ্ডের ভিডিও করা হয়। তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিকমাধ্যমে। সঙ্গে মহিলাকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: কোটি কোটির দুর্নীতি, পদের অপব্যবহার! সেবি প্রধানকে তলবের সিদ্ধান্ত সংসদীয় কমিটির]
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশের তরফে পদক্ষেপ নেওয়া হয়। ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এক তদন্তকারী বলেন, "অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মদ্যপান করিয়ে ধর্ষণ করে।"
আর জি কর কাণ্ডে উত্তপ্ত কলকাতা। ধর্ষণের পর গলা টিপে চিকিৎসক তরুণীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ভিবৎস ঘটনার প্রতিবাদে প্রতিদিন আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে কলকাতার রাজপথে। 'জাস্টিসে'র দাবিতে রাস্তায় নামছেন সাধারণ মানুষ। এবার আরও এক 'নর পিশাচে'র শিকার হতে হল নারীকে।