সুব্রত বিশ্বাস: পুজোর ভিড়ে নৈহাটি স্টেশনে লুকিয়ে দুষ্কৃতী। আর তারা এমন তাণ্ডব ঘটাল যে তার জেরে আহত হলেন যাত্রীও।
ডাউন পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠে যাত্রীর ব্যাগ নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালাল দুষ্কৃতী। সেই ব্যাগ উদ্ধার করতে পিছন পিছন ঝাঁপ দেন যাত্রীও। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে জখম হন যাত্রী। বি-৬ কামরার ৭ নম্বর সিটের যাত্রী গোরক্ষপুরের বাসিন্দা নবীন জসওয়ালকে প্রথমে নৈহাটি স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে কল্যাণী জেএনএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
[আরও পড়ুন: ৭০৪ রানের ম্যাচে ৭ উইকেট শামির, ‘সুযোগের অপেক্ষায় থাকি’, বললেন ম্যাচের সেরা পেসার]
তদন্তকারী রেল পুলিশকে সহ-যাত্রী বিকাশকুমার গুপ্তা বলেন, ব্যান্ডেল আসার পর যাত্রীদের নামার জন্য কোচের দরজাগুলি খুলে দেওয়া হয়। নৈহাটির ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়ার পর কিছুটা এগোনোর পর নবীনের ব্যাগ নিয়ে এক দুষ্কৃতী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। পর পর ব্যাগ উদ্ধারের আশায় লাফ দেন নবীন। চলন্ত ট্রেন থেকে পড়ে ভয়ানক জখম হন নবীন। লাইনের ধার থেকে তাঁকে উদ্ধার করে হাসাপাতালে পাঠায় পুলিশ। কয়েক মাস আগে একই দুষ্কৃতীর পিছনে লাফিয়ে নামতে গিয়ে একই রকমভাবে জখম হয়েছিলেন এক যাত্রী। নৈহাটি রেল পুলিশ এলাকায় একাধিক বার চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা, বলে অভিযোগ তোলা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করছে রেল পুলিশ বলে জানানো হয়েছে।