shono
Advertisement

Breaking News

Kolkata Metro

ফের মেট্রোয় আত্মহত্যা, অফিস টাইমে বিঘ্নিত যাত্রী পরিষেবা

Published By: Amit Kumar DasPosted: 12:15 PM May 15, 2024Updated: 01:26 PM May 15, 2024

নব্যেন্দু হাজরা: ফের মেট্রোয় মরণ ঝাঁপ। যার জেরে অফিস টাইমে বিঘ্নিত হল যাত্রী পরিষেবা। বুধবার দুপুরে এই আত্মহত্যার ঘটনা ঘটে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। যার জেরে বন্ধ হয়ে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় পরিষেবা। স্বাভাবিকভাবেই অফিস টাইমে এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়েন যাত্রীরা।

Advertisement

জানা যাচ্ছে, ১১টা ৪০ নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। কবি সুভাষ থেকে দমদমগামী আপ লাইনে ঘটে এই দুর্ঘটনা। যার জেরে আপ লাইনে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর পর আপ লাইনে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার এবং ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বিচ্ছিন্ন ভাবে জারি রাখা হয়েছে।

[আরও পড়ুন: ভোটের মুখে বাড়ল পাইকারি মূল্যবৃদ্ধি, ১৩ মাসে সর্বোচ্চ! পূর্বাভাস জিডিপি নিয়েও]

এই দুর্ঘটনার জেরে নির্দিষ্ট লাইনে পাওয়ার ব্লক নিষ্ক্রিয় করে ওই ব্যক্তির দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। যে ব্যক্তি ঝাঁপ দিয়েছেন তাঁর পরিচয় এখনও জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে উদ্ধারের কাজ শেষ হলেই স্বাভাবিক হবে মেট্রো চলাচল।

[আরও পড়ুন: ইতিহাসে প্রথম! আবগারি দুর্নীতিতে অভিযুক্ত গোটা AAP, আদালতে বলল ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মেট্রোয় মরণ ঝাঁপ, যার জেরে অফিস টাইমে বিঘ্নিত যাত্রী পরিষেবা।
  • বুধবার দুপুরে এই আত্মহত্যার ঘটনা ঘটে নেতাজি ভবন মেট্রো স্টেশনে।
  • বর্তমানে আংশিকভাবে চালু রয়েছে মেট্রো পরিষেবা।
Advertisement