বিধান নস্কর, রাজারহাট: শুক্রবার রাজারহাটে গলার নলি কেটে খুনের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। রাজারহাট নারায়নপুরে রায়গাছি শিখের বাগান এলাকায় ভরসন্ধেয় ঘটে এই ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণপুর থানার পুলিশ। উত্তেজিত স্থানীয়রা রাস্তা অবরোধ করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধেয় নামাজ পড়তে যাওয়ার সময় শিখের বাগান এলাকায় বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে হারু নাল রশিদ নামে এক ব্যক্তির গলার নলি কেটে চম্পট দেয়। তড়িঘড়ি এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা পথে নেমে আসে।
[আরও পড়ুন: মানসিক অবসাদগ্রস্থ বালিকাকে স্কুলের ভিতর নিয়ে গিয়ে গণধর্ষণ! চাঞ্চল্য মালদহে]
দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা। মৃতের আত্মীয়ের দাবি, হারু বাবু এলাকায় জলাশয় ভরাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বলে তাঁকে খুন করেছে দুষ্কৃতীরা। তাঁকে এর আগে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। মৃতের আত্মীয়ের আরও অভিযোগ, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে। তবে কোন দলের যোগ রয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। ঘটনাস্থলে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছান। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চালাচ্ছেন তাঁরা।