shono
Advertisement
Allu Arjun

অনুমতি ছাড়াই 'পুষ্পা ২'র প্রিমিয়ারে আল্লু! অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর, কী জবাব তারকার?

'পুষ্পা ২'র প্রিমিয়ারের পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু ও শিশুর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নেতা বনাম অভিনেতা!
Published By: Suparna MajumderPosted: 09:42 AM Dec 22, 2024Updated: 09:42 AM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'পুষ্পা ২'র বিপুল ব্যবসা ছাপিয়ে বারবার মাথাচাড়া দিয়ে উঠছে পদপিষ্টের ঘটনা এবং তা নিয়ে বিতর্ক। বিষয়টি এবার নেতা বনাম অভিনেতার পর্যায়ে চলে গিয়েছে। তেলেঙ্গানা বিধানসভায় দাঁড়িয়ে শনিবারই আল্লু অর্জুনকে একহাত নিয়েছিলেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। এবার নায়কের বিরুদ্ধে সরব খোদ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই 'পুষ্পা ২'র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই তড়িঘড়ি সাংবাদিকদের ডেকে জবাব দেন সুপারস্টার।

Advertisement

নিজের বক্তব্যের শুরুতেই আল্লু অর্জুন বলেন, "যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্যি বলছি, কারও দোষ নয়। আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি। সরকার নয়, পুলিশ নয়। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ সহযোগিতা করার জন্য।" তারকার দাবি তাঁকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ভুল তথ্যও ছড়ানো হচ্ছে। যা তিনি বলেননি তাও তাঁর মন্তব্য হিসেবে দাবি করা হচ্ছে।

এরপরই আবেগপ্রবন সুরে নায়ক বলেন, "শুধু এটুকু জানিয়ে রাখতে চাই যে আমি এমন কিছুই বলিনি। দয়া করে আমায় জাজ করবেন না। দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। এটা আমার বিনীত অনুরোধ, আমি এরকম মানুষ নই। এখানে কুড়ি বছর ধরে রয়েছি। আমার একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে, আর সেটা যখন রাতারাতি ধ্বংস হয়ে গিয়েছে, একটা বিকেলের মধ্যে। এত বছর ধরে আমি এই সম্মান অর্জন করেছি, ২১-২২ বছরের কাজ, আর একরাতের মধ্যেই যখন সেটা নষ্ট হয়ে যায়, সেটা মন ভেঙে দেয়। আমি শুধু এখানে মানুষ এবং সমস্ত সম্মানীয় ব্যক্তিকে এটা বলতে এসেছি যে দয়া করে আমাকে দোষারোপ করবেন না। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত বক্তব্য। কারও বিরুদ্ধে দোষারোপ নয়।"

আল্লু বলেন, "আমার জীবনের তিনটে বছর আমি এই সিনেমাকে (পুষ্পা ২) দিয়েছি। এটা আমার কাছে সব কিছু, আর আমি সিনেমা হলে ছবিটা দেখতে গিয়েছিলাম। এই হলেই ২০-৩০ বার গিয়েছি। আমি দায়িত্বহীনের মতো আচরণ করেছি সেটা একেবারেই ঠিক নয়। সিনেমা হল কর্তৃপক্ষ জ্ঞাতসারেই আমি সেখানে গিয়েছি, পুলিশ সেখানে ছিল, ভিড় সরাচ্ছিল আমি তাঁদের দেখানো পথেই যাচ্ছিলাম। যদি তাঁরা বলতেন যে স্যার অনুমতি নেই আপনি ফিরে যান, আমি আইনের মেনে চলা নাগরিক, তখনই ফিরে যেতাম। সেটা বলা হয়নি। আমরা ভিতরে যাই, অনেক মানুষ ছিলেন। কোনও রোড শো হয়নি, কোনও মিছিল নয়, এটা শুধু সিনেমা হলের বাইরের ভিড়, আমি শুধু হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছিলাম। কারণ শয়ে শয়ে মানুষ এসেছিলেন, এটা তাঁদের সম্মান জানানোর জন্য। তাও শুধু যখন গাড়ি আটকে গিয়েছিল। কারণ পুলিশ, নিরাপত্তারক্ষীরাই বলেন, যে হাত নাড়িয়ে অভিবাদন জানালেন জনতা শান্ত হবেন। সমস্ত তারকা, নেতাদের ক্ষেত্রে এটা হয়। ওরা রাস্তা ছেড়ে দেন, আমি সিনেমা হলে যাই।"

সিনেমা দেখার কিছুক্ষণের মধ্যে কেউ এসে তাঁকে এসে বলেন, বাইরে ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। তিনি যেন চলে যান। কে সেই ব্যক্তি অন্ধকারে 'পুষ্পা' স্টার চিনতে পারেননি। তবে তিনি পুলিশ ছিলেন না বলেই দাবি তাঁর। সুপারস্টারের বক্তব্য, মহিলার মৃত্যু, তাঁর শিশুর জখম হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়া মাত্রই তাঁর লোকজন শিশুর কাছে গিয়েছিল। খোঁজখবর নিয়েছে। কিন্তু পরদিনই আল্লু জানতে পারেন তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি কারণে শিশুকে দেখতে যেতে পারেননি বলেই জানান তারকা। তাছাড়া তিনি গেলে হাসপাতালের সামনে ভিড়ও হয়েছে যাবে। আবেগের সুরে তারকা বলেন, 'আমারও তো ওই বয়সের ছেলে রয়েছে...।'

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তেলেঙ্গানা বিধানসভায় দাঁড়িয়ে শনিবারই আল্লু অর্জুনকে একহাত নিয়েছিলেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি।
  • এবার নায়কের বিরুদ্ধে সরব খোদ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
  • তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই 'পুষ্পা ২'র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন।
Advertisement