সোমনাথ রায়, নয়াদিল্লি: বুধবার দুপুরে দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। ওই যুবকের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক তা এখনও পর্যন্ত জানা যায়নি।
খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌছায় পুলিশ। যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। যেখানে গায়ে আগুন দেন যুবক, সেখানে থেকে পেট্রল উদ্ধার করেছে পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। এই ঘটনা কি নিছক আত্মহত্যার চেষ্টা নাকি নাশকতার ছক ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
একটি সূত্রে দাবি, যুবকের নাম জিতেন্দ্র। ছাব্বিশ বছর বয়স। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। ঘটনাস্থল থেকে দুপাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যদিও সেই নোটের অর্ধেক পুড়ে গিয়েছে। বাকি অংশে পুলিশের বিরুদ্ধে মুর্দাবাদ লেখা আছে। দলিতদের প্রতি বঞ্চনার, অপমানের কথা লেখা আছে।