সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত মেট্রোর কামরায় বসে বিড়ি টানছেন এক ব্যক্তি। সহযাত্রীদের অস্বস্তি হলেও সেদিকে নজর নেই। আপনমনে বিড়ি থেকে ধোঁয়া ছেড়ে চলেছেন। দিল্লি মেট্রোর সেই দৃশ্যের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে দিল্লি মেট্রো (Delhi Metro)। কর্তৃপক্ষের তরফে সাফ জানানো হয়, এহেন আচরণ খুবই আপত্তিজনক। মেট্রোর কামরায় এই আচরণ রুখতে ফ্লাইং স্কোয়াড ব্যবহার করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এই বিতর্কিত ভিডিও। দেখা যাচ্ছে, চলন্ত মেট্রোর কামরায় বসে রয়েছেন এক ব্যক্তি। পকেট থেকে বিড়ি ও দেশলাই বের করে আগুন ধরান। বসে বসে সুখটান দিতে থাকেন। বিরক্ত হয়ে ওই ব্যক্তির পাশ থেকে উঠে চলে যান এক সহযাত্রী। তাতেও ভ্রূক্ষেপ নেই। কয়েকজন বাধা দিতে গেলেও তাঁদের কথায় কান দেননি ওই ব্যক্তি।
[আরও পড়ুন: দলীয় কার্যালয় তৈরির জন্য জমি নিয়ে বিবাদ, বসিরহাটে ‘খুন’ তৃণমূল কর্মী]
ভিডিও ছড়িয়ে পড়তেই মেট্রো আধিকারিকদের বিরুদ্ধে সুর চড়ান নেটিজেনরা। ওই ব্যক্তির আচরণের তীব্র নিন্দা করেছেন অনেকেই। তবে অনেকের দাবি, মেট্রোর কামরায় ধূমপানের মতোই ভিডিও তোলাও বেআইনি। সেই সঙ্গে নেটিজেনদের প্রশ্ন, এমন ঘটনা দেখেও কেন নীরব রয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই দিল্লি মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছিল। ট্রেনের কামরায় নিরাপত্তারক্ষী রাখার কথাও ছিল ওই পরিকল্পনায়।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিবৃতি প্রকাশ করে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। সাফ বলা হয়, মেট্রোর কামরায় বসে এই আচরণ অত্যন্ত আপত্তিজনক। তবে ফ্লাইং স্কোয়াডের মাধ্যমে মেট্রোয় নজরদারি চালানো হচ্ছে। যাত্রীদের কাছেও অনুরোধ, এমন ঘটনা দেখলেই তাঁরা যেন কর্তৃপক্ষকে জানান। তাহলে দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে।