shono
Advertisement

৭০০০ কিলোমিটার জুড়ে আঁকা ‘MARRY ME’! গিনেস বুকে নাম তুললেন জাপানি যুবক

টোকিও-র ইয়াসুশির কাণ্ড দেখলে তাজ্জব বনে যাবেন আপনিও৷ The post ৭০০০ কিলোমিটার জুড়ে আঁকা ‘MARRY ME’! গিনেস বুকে নাম তুললেন জাপানি যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Apr 14, 2019Updated: 04:22 PM Apr 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়লে মানুষ কত কী-ই না করে৷ ভালবাসার মানুষকে মনের কথা জানানোর জন্য চিঠি লেখা থেকে শুরু করে মেসেজ চালাচালি – এ তো নতুন কিছুই নয়৷ কোনও মানুষ যদি আরও বেশি রোম্যান্টিক হন, তবে হাঁটু মুড়ে গোলাপ হাতে প্রেমের প্রস্তাব দেবেন৷ এ পর্যন্ত দেখা, জানা আছে৷ ভালবাসার মানুষের মন জয় করার নানা পদ্ধতি বন্ধুমহলে খ্যাতি পায় ঠিকই৷ তবে তা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে, এমনটা হয়নি কখনও৷ এবার জাপানের টোকিওর এক যুবক শুধুমাত্র প্রেমপ্রস্তাব দিয়েই গড়লেন বিশ্বরেকর্ড৷ পেলেন সেরার শিরোপা৷

Advertisement

[ আরও পড়ুন: ঘামে ভেজা শরীরে যৌন মিলন অনেক বেশি সুখকর!]

দীর্ঘদিন ধরে এক কন্যা চিনের ইয়াসুশি ইয়াসান তাকাহাশির মনের মধ্যে বসত করছিলেন৷ কিন্তু কীভাবে বলবেন তাঁকে মনের কথা, সে চিন্তাতেই একের পর এক দিন কেটে যায়৷ বরং আরও নির্দিষ্ট করে বললে, প্রায় দশ বছর কেটে যায়৷ আর পাঁচজনের মতো ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গিয়ে বা গোলাপ ফুল হাতে দিয়ে মনের মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার পক্ষপাতী ছিলেন না ইয়াসুশি৷ এক্কেবারে মৌলিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী তিনি৷ সেই ভাবনাচিন্তা থেকেই গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই যুবক৷ জাপানের টোকিওর বাসিন্দা বিশেষ রাস্তা চেনেন না ঠিকই৷ তবে তাঁর ভরসা ছিল গুগল আর্থ৷ তার সাহায্যে একটি আস্ত মানচিত্র তৈরি করেন ইয়াসুশি৷ সেই মতো নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে করতে জাপানের উপকূলবর্তী এলাকা দিয়ে প্রায় সাত হাজার কিলোমিটার যাত্রা করেন প্রেমে পাগল যুবক৷ গুগল আর্থের সাহায্যেই তৈরি করে ফেলেন নজরকাড়া ‘ম্যারি মি’ নকশা, যা মনকাড়াও বটে৷

[ আরও পড়ুন: উভয়ের সম্মতিতেই খুলবে অভিনব কন্ডোমের বাক্স, দেখুন ভিডিও]

গুগল আর্থের মাধ্যমে ‘ম্যারি মি’ নকশা দেখে তো তাজ্জব তরুণী৷ এমনভাবে যে প্রেমিক হৃদয় হরণ করতে চান, তাঁকে অবজ্ঞা করার সাধ্য কার? তাই তো দশ বছরের অপেক্ষার পর এক মুহূর্তের মধ্যেই তরুণকে কাছে টেনে নেন তরুণী৷ এতদিন একতরফা হলেও, মন দেওয়া নেওয়া হয়ে গেল এক নিমেষেই৷ প্রেমিকার পাশাপাশি গুগলেরও মন জয় করে ফেলেছেন ইয়াসুশি ইয়াসান তাকাহাশি৷ দীর্ঘতম জিপিএস ড্রয়িংয়ের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন তিনি৷

The post ৭০০০ কিলোমিটার জুড়ে আঁকা ‘MARRY ME’! গিনেস বুকে নাম তুললেন জাপানি যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার