shono
Advertisement

রাশিয়ায় আক্রান্ত লেনিন! সমাধিসৌধে বোমা

গত মে মাসের পরে ফের হামলা লেনিনের সমাধিতে।
Posted: 09:14 PM Jul 21, 2023Updated: 09:15 PM Jul 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ায় (Russia) আক্রান্ত লেনিন (Vladimir Lenin)! রেড স্কোয়ারে তাঁর সমাধিসৌধে বোমা ছোঁড়ার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। অপরাধ প্রমাণিত হলে তাঁর ৭ বছরের জেল হতে পারে। অভিযুক্তের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ আনা হয়েছে।

Advertisement

রুশ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার মস্কোর এক আদালতে। অভিযুক্তকে তোলা হলে তাঁকে ২ মাসের জন্য বন্দিশালায় রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, গত সোমবার ছিল ওই ব্যক্তির ৩৭তম জন্মদিন। আর সেদিনই তিনি মলোটেভ ককটেল নিয়ে চড়াও হন রেড স্কোয়ারে। তারপর সোভিয়েত ইউনিয়নের রূপকার লেনিনের সমাধির উদ্দেশে তিনি বোমা ছোঁড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হয়।

[আরও পড়ুন: মোদি পদবি মামলায় এখনই স্বস্তি নয় রাহুলের, মামলাকারী পূর্ণেশ মোদিকে নোটিস সুপ্রিম কোর্টের]

কিন্তু কেন এই হামলা? এপ্রসঙ্গে আদালত অভিযুক্তর কোনও ‘মোটিভে’র উল্লেখ না করলেও গুন্ডামির অভিযোগে মামলা রুজু হওয়ায় বিচারে দোষী সাব্যস্ত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। উল্লেখ্য, এর আগে গত মে মাসেও একই ভাবে রেড স্কোয়ারে হামলা চালায় আরেক অভিযুক্ত। তারও আগে ফেব্রুয়ারিতে লেনিনের মমিকৃত দেহ চুরি করার চেষ্টা করে আরও এক অভিযুক্ত।

[আরও পড়ুন: গোর্খাল্যান্ড ইস্যুতে জোর, পাহাড় নিয়ে দিল্লিতে চাপ বাড়াচ্ছেন গুরুং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement