shono
Advertisement

লক্ষ্য সংরক্ষণ, ৬৬ বছর পর বিশ্বের দীর্ঘতম নখ কাটলেন শ্রীধর

কেন এমন সিদ্ধান্ত নিলেন শ্রীধর? The post লক্ষ্য সংরক্ষণ, ৬৬ বছর পর বিশ্বের দীর্ঘতম নখ কাটলেন শ্রীধর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:38 AM Jul 12, 2018Updated: 10:08 AM Jul 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ২০১৬৷ রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছিলেন৷ নাম তুলছিলেন গিনেস বুকে৷ বাঁ হাতের লম্বা নখের সৌজন্যে সাফল্যের শীর্ষ পৌঁছে দিয়েছিল পুনের বাসিন্দা বছর ৮২-র শ্রীধর চিল্লালর জীবন৷ কিন্তু, এখন সবই অতীত৷ বয়সের ভারে দীর্ঘ ৯০৯.৬ সেন্টিমিটার নখ আর বহন করতে পারছেন না শ্রীধর৷ অগত্যা নখ কাটার সিদ্ধান্ত৷ আর সেই নখ কেটেও গড়লেন রেকর্ড৷ ৬৬ বছর পর দীর্ঘ নখ কেটে নজির গড়লেন তিনি৷

Advertisement

[২০১৯-এ ক্ষমতায় এলে ভারতকে ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করবে বিজেপি, বললেন থারুর]

২০১৬ সালে বিশ্বের দীর্ঘতম নখের সৌজন্যে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’-এ নাম লেখান বছর ৮২-র শ্রীধর চিল্লাল৷ বিশ্ব রেকর্ড গড়তেই বৃদ্ধ শ্রীধরকে নিয়ে শুরু হয় নানান কৌতুহল৷ নানান অনুষ্ঠানের আমন্ত্রণ আসতে শুরু করে৷ ধীরে ধীরে বদলাতে শুরু করে শ্রীধরের সাধারণ জীবন৷ কিন্তু, এখন পরিস্থিতি বদলেছে৷ ভেঙেছে শরীর৷ চিকিৎসকের পরামর্শে বাঁহাতের নখ কাটার সিদ্ধান্ত নেন৷ শেষবার ১৯৫২ সালে কেটেছিলেন শ্রীধর৷ কিন্তু, নখ কাটার একই শর্ত ছিল৷ শ্রীধরের একটাই আরজি ছিল, তাঁর নখ যেন সংরক্ষণ করা হয়৷ সেই মতো শুরু হয় খোঁজখবর নেওয়ার কাজ৷ শ্রীধরের এই ইচ্ছাকে মান্যতা দেয় ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’ মিউজিয়াম কর্তৃপক্ষ৷ সেখানেই সংরক্ষিত হয় শ্রীধরের নখটি৷ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিউইয়র্কে রিপ্লির সংগ্রহশালায় তা সংরক্ষিত রাখা থাকবে৷ নখ কাটানোর জন্য শ্রীধরকে নিউইয়র্কে নিয়ে যায় রিপ্লি কর্তৃপক্ষ৷ সেখানে এই নখ কাটা উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ পরে চিকিৎসক আনিয়ে কাটা হয় শ্রীধরের বিশ্বের দীর্ঘতম নখ৷ ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’র নথি বলছে, এতদিন শ্রীধরের বাঁহাতের নখের মোট দৈর্ঘ্য হল ৯০৯.৬ সেন্টিমিটার৷ এর মধ্যে, বাঁহাতের বুড়ো আঙুলের নখের দৈর্ঘ্য সবচেয়ে বেশি৷ ১৯৭.৮ সেন্টিমিটার৷ অর্থাৎ, প্রায় ২ মিটার৷

[‘বন্ধুবেশে’ রাজধানীতে আইএস হানার ছক ভেস্তে দিলেন ভারতীয় গোয়েন্দারা]

The post লক্ষ্য সংরক্ষণ, ৬৬ বছর পর বিশ্বের দীর্ঘতম নখ কাটলেন শ্রীধর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement