shono
Advertisement

এবার ক্রিকেটের ২২ গজে রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ব্যাপারটা কী?

এর আগে আইপিএলে দল কেনার জন্য বিড করেছিল রেড ডেভিলস।
Posted: 04:46 PM Mar 18, 2022Updated: 05:14 PM Mar 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ক্রিকেটের বাইশ গজের সঙ্গে জুড়ে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড! অবাক হলেন? সত্যিই খুব তাড়াতাড়ি ক্রিকেট দল কিনতে চলেছে ম্যান ইউ।

Advertisement

ভারতের মাটিতে হতে চলা আসন্ন আইপিএলে (IPL 2022) খেলবে দশটি দল। নতুন দল হিসেবে যোগ দিচ্ছে লখনউ এবং আহমেদাবাদ। সেই লখনউ ফ্র্য়াঞ্চাইজি কেনার জন্যই বিড করেছিল ওল্ট ট্র্যাফোর্ডের ক্লাবটি। কিন্তু শেষমেশ ইংলিশ ক্লাবকে হারিয়ে বাজিমাত করে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি গ্রুপ। এবার লখনউ সুপার জায়ান্টস নামে খেলবে তাঁর দল। কিন্তু আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হলেও হাল ছাড়েনি ম্যান ইউ। শোনা যাচ্ছে, সব প্রতিকূলতা কাটিয়ে ক্রিকেট দল কিনেই ফেলেছে তারা। ২০২৩ সালে সংযুক্তি আরব আমিরশাহী টি-টোয়েন্টি লিগে (UAE T-20 League) দল কিনেছে রেড ডেভিলস। দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান শেখ মনসুর বিন মহম্মদ টুইট করে এ খবর নিশ্চিতও করেছেন।

[আরও পড়ুন: প্রাণহানির আশঙ্কা! ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ‘দ্য কাশ্মীর ফাইলসে’র পরিচালক বিবেক অগ্নিহোত্রী]

তিনি জানান, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কো-চেয়ারম্যান আব্রাম গ্লেজারের সঙ্গে আমি দেখা করেছি। হাতে হাত ধরে কীভাবে দুবাইকে খেলার দুনিয়ায় আরও জনপ্রিয় করে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি লিগ আয়োজিত হবে। সেখানে অন্যান্য দলের সঙ্গে থাকবে ম্যান ইউ ক্রিকেট দলও।”

গত কয়েক বছর ধরে বহু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর বসেছে দুবাইয়ের মাটিতে। করোনা আবহে আয়োজিত হয়েছে আইপিএলও। আর তাতেই ভেন্যু হিসেবে জনপ্রিয়তা বেড়েছে মরুদেশের। তাই এবার নিজেদের লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস বোর্ড। UAE টি-টোয়েন্টি লিগে অংশ নেবে মোট ছ’টি দল। তার মধ্যে একটি দল কিনেছে ম্যান ইউ। এই লিগে কোনও প্রোমোশন কিংবা অবনমনের ব্যাপার নেই। তাই লিগের ফর্মেশন দারুণ মনে ধরেছে ইংলিশ প্রিমিয়ার ক্লাবের। রোনাল্ডো, পোগবাদের ক্লাবের ক্রিকেট দলে কোন তারকারা খেলবেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

[আরও পড়ুন: যৌন আকাঙ্ক্ষা মেটাতে গিয়েই বিপত্তি! মহিলার মূত্রনালীতে মিলল কাচের গ্লাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement