গোবিন্দ রায়: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় সুবিচারের দাবিতে এবার সুর চড়ালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি বলেন, “যাদবপুরের ছাত্রমৃত্যু এবং ব়্যাগিং সম্পর্কে নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়াকিবহাল। আমি বলব ছাত্রমৃত্যুর বিচার হোক। ব়্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
হাই কোর্টের নির্দেশে হলফনামা দিতে হাজির করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি জেলবন্দি মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর পরিবর্তে হলফনামা দেন তাঁর মেয়ে স্বাতী ভট্টাচার্য। সম্প্রতি সেই হলফনামা বাতিল করে তাঁকে পুনরায় হলফনামা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এদিন সেই নির্দেশ মানতেই প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে সশরীরে হাই কোর্টে হাজির করা হয়। সেই সময়ই যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় মুখ খোলেন মানিক ভট্টাচার্য।
[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যুর প্রতিবাদের আঁচ এড়াতে ঘুরপথে চলছে অটো, বাড়ছে ভাড়া]
এদিন হাই কোর্টের ডেপুটি শেরিফের ঘরে তাঁকে বসানো হয়। সেখানেই হলফনামার কাজ সম্পন্ন করেন তিনি। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল। কার নির্দেশে তা নষ্ট করা হয়েছিল, কী ভাবে তা নষ্ট করা হয়েছিল, তা জানতে চেয়ে মানিক ভট্টাচার্যের কাছে হলফনামা হলফনামা তলব করে আদালত।