shono
Advertisement

‘কুকিদের জন্য ৫০০ কোটির তহবিল, পৃথক প্রশাসন’, মোদিকে চিঠি মণিপুরের বিধায়কদের

১০ বিধায়কদের তালিকায় রয়েছেন বিজেপি নেতারাও।
Posted: 06:11 PM Aug 17, 2023Updated: 06:35 PM Aug 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধ্বংস ও মৃত্যুর উপত্যকা হয়ে উঠেছে রাজধানী ইম্ফল। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে নিজেদের জাতি অধ্যুষিত এলাকার জন্য সরকারি উচ্চপদ ও আর্থিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মণিপুরের (Manipur) ১০জন কুকি-জো বিধায়ক। বুধবার একটি স্মারকলিপি জমা দিয়ে তাঁরা দাবি করেন, পাহাড়ি এলাকার পাঁচ রাজ্যে আলাদা করে সরকারি আধিকারিকের পদ তৈরি করতে হবে। পাশাপাশি ৫০০ কোটি টাকার তহবিল গড়ার আরজিও জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

Advertisement

কুকি-জো সম্প্রদায়ের ১০ বিধায়কের মতে, মণিপুরের হিংসার জেরে রাজধানী ইম্ফল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাহাড়ি এলাকাগুলি। তার মধ্যেই রয়েছে চূড়াচাঁদপুর, কাংপোকপি, চান্দেল, টেংনৌপাল ও ফেরাজল- এই পাঁচ রাজ্য। বিধায়কদের মতে, যেহেতু ইম্ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে তাই পার্বত্য এলাকার জেলাগুলির জন্য একেবারে আলাদা রকমের প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা দরকার। এই পাঁচ জেলায় মুখ্যসচিব ও ডিজিপি পদমর্যাদার আধিকারিককে নিয়োগ করতে হবে।

[আরও পড়ুন: দিলীপকে দিল্লিতে জরুরি তলব শাহর, এবার কি মানভঞ্জনের পালা?]

এছাড়াও, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়ারও দাবি করা হয়েছে ১০ বিধায়কের চিঠিতে। তাঁদের মতে, হিংসার জেরে কুকিদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। তাঁদের পুনর্বাসন দেওয়া ও নতুন করে জীবনযাত্রা শুরু করার জন্যই এই অনুদানের প্রয়োজন বলে দাবি করেছেন দশ বিধায়ক। প্রসঙ্গত, এই দশ কুকি বিধায়কের মধ্যে সাতজনই বিজেপির। গেরুয়া শিবিরের নেতারাই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন- এই ঘটনায় এন বিরেন সিংয়ের সরকার অস্বস্তিতে পড়তে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: ‘প্রজাপতি’ বিতর্ক অতীত, সিনেমা হিট করাতে ‘দেব-মিঠুন’ ম্যাজিকই অস্ত্র? নতুন প্ল্যান সোহমের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement