shono
Advertisement

অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন মনোহর পারিকর, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর৷ The post অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন মনোহর পারিকর, জানালেন স্বাস্থ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:22 PM Oct 28, 2018Updated: 01:22 PM Oct 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্কট রোগ থাবা বসিয়েছে মনোহর পারিকরের শরীরে৷ গোয়ার মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে এই দুঃসংবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে৷ তিনি বলেন, ‘‘অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন পারিকর৷ অসুস্থতার জন্য দুর্বল হয়ে পড়েছেন তিনি৷ আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর৷ পরিজনদের সঙ্গে সময় কাটাতেই এখন বেশি পছন্দ করছেন পারিকর৷’’ এদিকে, পারিকর এখনও গোয়ার মুখ্যমন্ত্রী পদে আসীন৷ তাই প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পারিকর কীভাবে সামলাবেন? যদিও এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷ তিনি জানান, আপাতত বাড়ি থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন পারিকর৷ 

Advertisement

[ওড়িশার সংস্কৃতিকে অবমাননার অভিযোগ, গ্রেপ্তার সাংবাদিক]

অন্ত্রের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। গত জুনে আমেরিকা থেকে চিকিৎসা করিয়ে ফেরার পর আগস্টেই ফের মার্কিন মুলুকে যান তিনি। ২২ আগস্ট তিনি গোয়ায় ফিরে আসেন৷ তবে আবারও অসুস্থতা অনুভব করায় পরদিনই মুম্বইয়ের এক হাসপাতালে তাঁকে ভরতি করা হয়। সেখান থেকেই ৩০ আগস্ট ফের আমেরিকা যান চিকিৎসার জন্য। মাসখানেক পর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ১৫ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমসে ভরতি হন গোয়ার মুখ্যমন্ত্রী পারিকর। এইমসে গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চিকিৎসক প্রমোদ গর্গের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে অক্টোবর নিজের রাজ্যেই ফিরে যান গোয়ার মুখ্যমন্ত্রী৷ দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ফের গোয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলেই জানান চিকিৎসকরা৷ তবে তাঁর হাসপাতাল থেকে বেরোনোর ছবি দেখে অনুগামী মহলে শুরু হয় গুঞ্জন৷ আদৌ পারিকর সুস্থ হয়ে গিয়েছেন নাকি তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন, এই সব প্রশ্নই মাথাচাড়া দেয়৷ তাঁর অসুস্থতার খবর চাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করে বিরোধীরা৷

[গ্রেপ্তার আইএস সন্দেহভাজন, বানচাল বড়সড় নাশকতার ছক]

এরই মাঝে শনিবার সব জল্পনার অবসান করলেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে৷ পারিকর অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন বলেই জানান তিনি৷ আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী৷ তিনি আরও বলেন, বাড়িতে বসেই মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের দায়ভার সামলাবেন পারিকর৷

The post অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন মনোহর পারিকর, জানালেন স্বাস্থ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement