shono
Advertisement

‘বেলুড়ে CAA নিয়ে রাজনীতি করেছেন মোদি’, প্রতিবাদে উলটো পথে গঙ্গা পেরোলেন সাঁতারু

মোদির নৌকাযাত্রার বিপরীত পথে বেলুড় মঠ থেকে রামকৃষ্ণপুর ঘাটে পৌঁছন সাঁতারু। The post ‘বেলুড়ে CAA নিয়ে রাজনীতি করেছেন মোদি’, প্রতিবাদে উলটো পথে গঙ্গা পেরোলেন সাঁতারু appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Jan 19, 2020Updated: 03:12 PM Jan 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের হাতিয়ার হিসাবে এবার সাঁতারকে বেছে নিলেন জাতীয় স্তরের এক সাঁতারু। রবিবার বেলুড় মঠ থেকে মিলেনিয়াম পার্কের বিপরীতে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত সাঁতার কাটেন তিনি। পাশাপাশি, জলপথ যাত্রারও সূচনা করেন মন্ত্রী অরূপ রায়। সাঁতার কাটার পর রামকৃষ্ণপুর ঘাটে তাঁকে সংবর্ধনা দেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। CAA বিরোধী মিছিল লেগেই রয়েছে। চলছে পথ অবরোধও। এই আবহে সম্প্রতি কলকাতা সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন তিনি। এরপর মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষের পর মিলেনিয়াম পার্ক থেকে জলপথে বেলুড় মঠে যান প্রধানমন্ত্রী। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ-আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রীর কলকাতা সফর মানতে পারছেন না জাতীয় স্তরের সাঁতারু মুকেশ গুপ্তা। তাই একেবারে অন্যরকমভাবে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলপথে ঠিক যেভাবে বেলুড় মঠে পৌঁছেছিলেন তার উলটো পথে গঙ্গায় সাঁতার কাটলেন তিনি। রবিবার সকালে বেলুড় মঠ থেকে মিলেনিয়াম পার্কের বিপরীতে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত সাঁতার কেটে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাগ করেন তিনি।

[আরও পড়ুন: বঙ্গ বিজেপির নেতৃত্বে একাধিক রদবদল, জায়গা পাবেন অন্য দল থেকে আসা নেতারাও]

এছাড়াও এদিনই সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA’র প্রতিবাদে জলযাত্রা অনুষ্ঠানের সূচনা করেন সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর ভাস্কর ভট্টাচার্য, কৈলাস মিশ্র। মন্ত্রী অরূপ রায় বলেন, “মুকেশ গুপ্তা অনেকদিন আগেই আমাকে বলেছিল বেলুড়ে এসে রাজনীতি করে গিয়েছেন মোদি। তাই গঙ্গায় সাঁতার কেটে প্রতিবাদ জানাতে চাই। সে কারণেই জলযাত্রা অনুষ্ঠান করার সিদ্ধান্ত।” সাঁতারের পর রামকৃষ্ণপুর ঘাটে জাতীয় স্তরের সাঁতারু মুকেশ গুপ্তাকে সংবর্ধনাও দেওয়া হয়।

The post ‘বেলুড়ে CAA নিয়ে রাজনীতি করেছেন মোদি’, প্রতিবাদে উলটো পথে গঙ্গা পেরোলেন সাঁতারু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement