সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলে শুরু হতে চলেছে মানোলো মার্কেজ (Manolo Marquez) যুগ। আগমী সেপ্টেম্বরে আন্তঃমহাদেশীয় কাপ খেলতে নামবেন গুরপ্রীতরা। সেজন্য প্রস্তুতি শিবির করবে ভারতীয় দল। সেই শিবিরের জন্য বুধবার ২৬ সদস্যের দল ঘোষণা করলেন মানোলো। এই ২৬ জনের মধ্যে থেকে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।
আন্তঃমহাদেশীয় কাপ এবার চতুর্থবার আয়োজিত হতে চলেছে। ২০১৮ সালে প্রথমবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৩-এ তৃতীয়বারও সেরা হয়েছিলেন সুনীলরা। কিন্তু এবার সুনীল ছেত্রী নেই। তাঁকে ছাড়াই মাঠে নামবে ভারতীয় দল (India Football Team)। ইতিমধ্যে কোচও বদল হয়েছে। ইগর স্টিমাচের জায়গায় ভারতের হেডস্যর হয়েছেন মানোলো।
[আরও পড়ুন: অলিম্পিকের সাফল্যে তুঙ্গে জনপ্রিয়তা, ৩ গুণ বাড়ল ভিনেশের বিজ্ঞাপনী আয়]
সেপ্টেম্বরে আন্তঃমহাদেশীয় কাপ খুব কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে না তাঁকে। ফিফার র্যাঙ্কিংয়ে সিরিয়া রয়েছে ৯৩ নম্বরে। সেখানে মরিশাস অনেকটাই পিছনে ১৭৯ নম্বরে। ফলে ১২৪ নম্বরে থাকা ভারতের জন্য নতুন অভিযান শুরুটা ট্রফি দিয়েই হতে পারে বলে মনে করা হচ্ছে। ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ৩ সেপ্টেম্বর শুরু প্রতিযোগিতা। সে দিন মুখোমুখি ভারত ও মরিশাস। ৬ সেপ্টেম্বর সিরিয়া ও মরিশাসের খেলা রয়েছে। ৯ সেপ্টেম্বর ভারত বনাম সিরিয়া।
[আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটেও বিরাট বদল, বিসিবি সভাপতির পদ ছাড়লেন হাসিনা ঘনিষ্ঠ পাপন]
প্রস্তুতি শিবিরের জন্য ২৬ সদস্যের ভারতীয় দল:
গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, প্রভসুখন গিল।
ডিফেন্ডার: নিখিল পুজারি, রাহুল ভেকে, চিংলেনসানা, রোশন সিং, আনোয়ার আলি, জয় গুপ্ত, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং, জিকসন সিং, নন্দকুমার, মহেশ নাওরেম, ইয়াসির মহম্মদ, লালেংমাওয়াইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে, লালথাথাংগা খাওয়ালরিং।
ফরোয়ার্ড: কিয়ান নাসিরি, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিং, লিস্টন কোলাসো।