সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ কোপা ফাইনালে চিলির বিরুদ্ধে পেনাল্টি মিস, বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস৷দুটি ক্ষেত্রেই আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুর্দান্ত পারফরম্যান্স৷ দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে পাহাড়প্রমাণ প্রত্যাশার চাপ সামলাতে হচ্ছে লিওনেল মেসিকে৷ মেসি কি মারাদোনার মতো একক দক্ষতায় দলকে বিশ্বকাপ জেতাতে পারবেন, এ প্রশ্ন এখন বিশ্বজুড়ে মাথাব্যথার কারণ আর্জেন্টিনা সমর্থকদের৷ কিন্তু এই চাপের মধ্যেই এক চিরপ্রতিদ্বন্দ্বীর সার্টিফিকেট পেয়ে গেলেন মেসি৷ স্পেন তথা রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও ব়্যামোস দাবি করলেন, আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিই৷ মারাদোনা মেসির চেয়ে কয়েক আলোকবর্ষ পিছিয়ে৷
[রোনাল্ডো যেন ঝাঁজালো পোর্ট ওয়াইন, ম্যাচ জিতে দিলখোলা কোচ স্যান্টোস]
ফুটবল বিশেষজ্ঞরা সের্জিও ব়্যামোসকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে চিহ্নিত করে থাকেন৷ কদিন আগে মারাদোনা অবশ্য অন্য মত পোষণ করেছিলেন৷ তিনি বলেন, উরুগুয়ে অধিনায়ক তথা অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার দিয়েগো গোডিন ব়্যামোসের থেকে অনেকটা এগিয়ে৷ সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে, স্পেনের অধিনায়ক এদিন পালটা দেন ফুটবল রাজপুত্রকে৷ বলেন, আমার মনে হয় আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে মারাদোনার থেকে কয়েক আলোকবর্ষ এগিয়ে আছেন মেসি৷ ক্লাব ফুটবলে সারাবছর মেসিকে আটকানোর দায়িত্ব থাকে ব়্যামোসেরই উপর, খুব কাছ থেকে মেসিকে দেখেছেন তিনি৷ তাই হয়ত মেসির খেলার ধরন বেশি পছন্দ স্পেন অধিনায়কের, মনে করছেন অনেকে৷
[ভাগ্যদেবী সহায়, ইরানকে হারিয়ে শেষ ষোলোর পথে স্পেন]
মেসি নাকি মারাদোনা, আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার কে? লাখ টাকার এই প্রশ্নে দ্বিধাবিভক্ত আর্জেন্টিনার সমর্থকরাই৷ দুই প্রজন্মের সমর্থকদের মধ্যে মেসি-মারাদোনা নিয়ে বিস্তর লড়াই৷ কেউ বলেন মারাদোনা সেরা আবার কেউ বলেন মেসি সেরা৷ ক্লাব ফুটবলের নিরিখে মারাদোনার চেয়ে সাফল্য অনেকটাই বেশি মেসির৷ ইতিমধ্যেই পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন৷ কিন্তু আন্তর্জাতিক ফুটবলে মেসির ট্রফি ক্যাবিনেট কার্যত শূন্য৷ এখনও দেশকে বড় কোনও ট্রফি দিতে পারেননি এলএম টেন৷ তাতে কী! ব়্যামোসের চোখে মেসিই সেরা৷
[ফুটবল জোয়ারেও ভাটা বিয়ারে, রাশিয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের]
The post মারাদোনার থেকে কয়েক আলোকবর্ষ এগিয়ে মেসি, প্রশংসা চিরপ্রতিদ্বন্দ্বীর appeared first on Sangbad Pratidin.