shono
Advertisement

টেনিস থেকে দু’বছরের জন্য নির্বাসিত শারাপোভা

টেনিস কোর্টে এত বছর দাপিয়ে বেড়ানোর পর মাশা হয়তো ভাবতেও পারেননি এমনটা হবে৷ টেনিসকে সম্মান জানিয়ে সাংবাদিক সম্মেলনে নিজে মুখেই ডোপ টেস্টের কথা স্বীকার করেছিলেন তিনি৷ তিনি বলেছিলেন, বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি যে অ্যাথলিটদের মেলডোনিয়াম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তা তিনি জানতেন না৷ The post টেনিস থেকে দু’বছরের জন্য নির্বাসিত শারাপোভা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Jun 08, 2016Updated: 02:27 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোপ টেস্টে পাস না করার শাস্তি পেলেন মারিয়া শারাপোভা৷ দু’বছরের জন্য তাঁকে সাসপেন্ড করল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)৷

Advertisement

টেনিস কোর্টে এত বছর দাপিয়ে বেড়ানোর পর মাশা হয়তো ভাবতেও পারেননি এমনটা হবে৷ টেনিসকে সম্মান জানিয়ে সাংবাদিক সম্মেলনে নিজে মুখেই ডোপ টেস্টের কথা স্বীকার করেছিলেন তিনি৷ তিনি বলেছিলেন, বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি যে অ্যাথলিটদের মেলডোনিয়াম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তা তিনি জানতেন না৷ ফলে অজান্তেই ডোপের শিকার হন তিনি৷ অস্ট্রেলিয়া ওপেন শুরুর আগে সেই ডোপ পরীক্ষায় ফেল করেন৷ আর তারপর থেকেই কোর্টের বাইরে চলে যেতে হয় তাঁকে৷

চলতি বছর মার্চেই তাঁকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছিল আইটিএফ৷ বুধবার সরকারিভাবে তাঁর শাস্তির মেয়াদ ঘোষণা করা হল৷ এই রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন জানাতে পারেন পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী রুশ সুন্দরী৷ এখন দেখার, জল কোন দিকে গড়ায়৷

The post টেনিস থেকে দু’বছরের জন্য নির্বাসিত শারাপোভা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement