-
- ফটো গ্যালারি
- Masaba gupta preparing for hot summer with her swimsuit collection
নিখুঁত শরীর, সুইমস্যুটে উষ্ণতা ছড়াতে তৈরি ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার মেয়ে মাসাবা
মুম্বইয়ের খ্যাতনামা ডিজাইনার মাসাবা। এখন আবার অভিনয়ও করেন।
Tap to expand
সবে ফাগুন মাস। গরম আসতে এখনও কয়েকটা দিন বাকি। কিন্তু মাসাবা গুপ্তর আর তর সইছে না। নিজের সুইমসুট কালেকশন ঝালিয়ে নিচ্ছেন তিনি।
Tap to expand
কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস ও অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা। মুম্বইয়ে ডিজাইনার হিসেবে খ্যাতি রয়েছে তাঁর।
Tap to expand
বলিউড তারকাদের জন্য পোশাক তৈরির পাশাপাশি অভিনয়ও শুরু করে দিয়েছেন মাসাবা। 'মাসাবা মাসাবা' ওয়েব সিরিজের জন্য পেয়েছেন প্রশংসা।
Tap to expand
সিঙ্গল মাদার হিসেবে মাসাবাকে বড় করেছেন নীনা গুপ্তা। ২০ বছর বয়সে প্রথমবার বাবার সঙ্গে যোগাযোগ করেন মাসাবা। তবে এখন তিনজনকে হাসিমুখেই এক ফ্রেমে দেখা যায়।
Tap to expand
২০১৫ সালে প্রযোজক মধু মন্টানাকে বিয়ে করেন মাসাবা। ২০১৯ সালে তাঁদের ডিভোর্স হয়।
Tap to expand
২০২৩ সালে 'মাসাবা মাসাবা' ওয়েব সিরিজের সহ-অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন অভিনেত্রী তথা ফ্যাশন ডিজাইনার।
Published By: Suparna MajumderPosted: 03:14 PM Feb 24, 2024Updated: 03:14 PM Feb 24, 2024
মুম্বইয়ের খ্যাতনামা ডিজাইনার মাসাবা। এখন আবার অভিনয়ও করেন।