shono
Advertisement

Breaking News

ফাঁস হয়ে গিয়েছে প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য! জানাল এয়ার ইন্ডিয়া

এৱ মধ্যে রয়েছে যাত্রীদের ক্রেডিট কার্ডের তথ্যও।
Posted: 11:13 PM May 21, 2021Updated: 11:13 PM May 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাদের প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। শুক্রবারই এমনটাই জানাল এয়ার ইন্ডিয়া (Air India)। তিন মাস আগে প্রথম বিষয়টি তাদের নজরে এসেছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। জানা গিয়েছে, ২০১১  সালের ২৬ আগস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন সময়ের যাত্রীদের তথ্য ফাঁস হয়েছে।

Advertisement

ঠিক কী ধরনের তথ্য চুরি গিয়েছে? এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের জন্মতারিখ, পাসপোর্টের তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য-সহ নানা ব্যক্তিগত তথ্যই ফাঁস হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে এসম্পর্কে জানাতে গিয়ে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় ৪৫ লক্ষ যাত্রীর তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে তারা জানতে পেরেছে। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রের সিভিভি বা সিভিসি  নম্বর যেহেতু তাদের কাছে থাকে না তা ফাঁস হয়নি। 

[আরও পড়ুন: হরিয়ানার জেল থেকে প্যারোলে মুক্তি ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিমের, জানেন কেন?]

সেই সঙ্গে গ্রাহক তথা যাত্রীদের আশ্বস্ত করে বিমান সংস্থা জানাচ্ছে, তাদের ডেটা প্রসেসর অবশ্য এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে যে, সার্ভারের নিরাপত্তা সুরক্ষিত রয়েছে। কোনও রকম অস্বাভাবিক কিছু তাদের চোখে পড়েনি। 

[আরও পড়ুন: এবার উত্তরপ্রদেশে তৈরি হবে কোভ্যাক্সিন, প্রতি মাসে ১ কোটি টিকা উৎপাদনই লক্ষ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement