shono
Advertisement

Breaking News

খাস কলকাতার রাস্তায় দাউদাউ করে জ্বলল তেলের ট্যাঙ্কার, পুড়ে মৃত চালক

দমকলের ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।
Posted: 09:29 AM Feb 28, 2024Updated: 03:35 PM Feb 28, 2024

নিরুফা খাতুন: ভোররাতে খাস কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে রাস্তায় জ্বলে উঠল তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু চালকের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য সেন্ট্রাল অ্যাভিনিউতে। আতঙ্কে এলাকার বাসিন্দারা।

Advertisement

জানা গিয়েছে, বুধবার ভোররাতে ধর্মতলার দিক থেকে আসছিল তেলের ট্যাঙ্কারটি। মহম্মদ আলি পার্কের (Muhammad Ali Park) কাছে ঘটে দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দিয়ে উলটে যায় তেলের ট্যাঙ্কারটি। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় তাঁদের। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

দমকল সূত্রে খবর, ট্যাঙ্কার থেকে মৃত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অনুমান, ওই ব্যক্তি ট্যাঙ্কারটির চালক। এদিকে ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি দোকান ও বাড়িতে। আতঙ্কও ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

[আরও পড়ুন: লক্ষ্য লোকসভা নির্বাচন, ব্রিগেড শেষে টানা ২ মাস প্রচারে অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement