অর্ণব আইচ: কলকাতার (Kolkata) শেক্সপিয়ার সরণি থানার থিয়েটার রোডের উপর অবস্থিত নামী চারতারা হোটেলে ভয়াবহ আগুন। গলগল করে বেরতে থাকে ধোঁয়া। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন হোটেলের আবাসিক এবং হোটেলকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে আচমকাই হোটেলের একটি অংশ থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন অনেকে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। হোটেলের অগ্নি নির্বাপণ সরঞ্জাম ব্যবহার করেই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। হোটেল থেকে আবাসিক এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে দমকল বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই খবর। ঘটনাস্থলে পৌঁছে যায় শেক্সপিয়ার থানার পুলিশও।
[আরও পড়ুন: বাজেটে কমল তফসিলি জাতি, উপজাতি সংখ্যালঘুদের বরাদ্দ, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্য খাতেও]
ঠিক কীভাবে এবং হোটেলের কোন অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কিন্তু কর্মব্যস্ত দিয়ে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
থিয়েটার রোডের উপর ১৯০৫ সালে তৈরি এই ঐতিহ্যবাহী নামী হোটেলে দূর-দূরান্ত থেকে ভিআইপিরা আসেন। আগুন লাগার পর যেভাবে ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়, তাতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও আগুন আরও বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।