সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধেয় চাঁদনি চকে বহুতলে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসুও (Sujit Basu)।
জানা গিয়েছে, রবিবার সন্ধে সাতটা নাগাদ চাঁদনি চকের বদ্রি হলের উল্টোদিকে একটি বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। দেখা যায়, বহুতলের তিন তলার বন্ধ গোডাউনে দাউদাউ করে জ্বলছে লেলিহান শিখা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন দমকলের আধিকারিকরা। তবে এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের।
[আরও পড়ুন: বৈধ পরিচয়পত্র ছাড়া বাংলাদেশি যুবককে ‘আশ্রয়’, গ্রেপ্তার আশ্রয়দাতা-সহ ২]
পরবর্তীতে অক্সিজেন মাস্ক পরে বহুতলের ভিতরে প্রবেশ করেন দমকল কর্মীরা। এদিকে বাইরে থেকেও চলে আগুন আয়ত্তে আনার কাজ। সব মিলিয়ে আগুন প্রথমে আগুন অ্যারেস্ট করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিন সরঞ্জাম থেকেই এই অগ্নিকাণ্ড। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই বিষয়টা স্পষ্ট হবে জানিয়েছেন দমকল আধিকারিকরা।