নিরুফা খাতুন: প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢাকল চারিদিক। রবিবার দুপুর থেকে বানতলায় তীব্র চাঞ্চল্য। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। কীভাবে প্লাস্টিকের গুদামে আগুন লাগল, তা স্পষ্ট নয়।
রবিবার বানতলার প্লাস্টিকের গুদামে আগুন লাগে। প্লাস্টিকে গুদামে স্বাভাবিকভাবেই মজুত ছিল দাহ্যবস্তু। তার ফলে দ্রুত গোটা গুদাম আগুনের গ্রাসে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তড়িঘড়ি তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে তাতেও লাভ কিছুই হয়নি। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোর কাজ চলছে। নতুন করে আর আগুন ছড়ায়নি বলেই খবর। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
[আরও পড়ুন: মহাকাশে নৈশভোজ! গাঁটের কড়ি খসালেই মিলবে সুযোগ, যাবেন নাকি?]
কীভাবে ওই প্লাস্টিকের গুদামে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও স্পষ্ট নয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাই বড় চ্যালেঞ্জ দমকলের। তার পরই অগ্নিকাণ্ডের কারণ খোঁজা হবে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার ছুটির দিনের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।