সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও একজন ব্যক্তি নন, সংসদে অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূলের সংসদীয় দল। বৃহস্পতিবার ফের একথা স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মনে করিয়ে দিলেন, তিনি চেয়ারপার্সন। ফলত সংসদীয় দল কোনও সিদ্ধান্ত নেওয়ার পর তাঁকে বিষয়টা জানানো হলে তিনি পরামর্শ দেবেন।
গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। তাতে তৃণমূলের অবস্থান কী হবে, তা নিয়ে আগেই বৈঠকে বসেছিলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যরা। সেখানেই যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাঁচি থেকে কলকাতা ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে ফের সংসদে দলের অবস্থান প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ফের জানিয়ে দিলেন, সংসদে তৃণমূলের অবস্থান কী তা কোনও একজন ব্যক্তি ঠিক করবেন না, ঠিক করবে সংসদীয় দল।
এবিষয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপ দলনেতা সাগরিকা ঘোষ এবং মুখ্য সচেতক নাদিমুল হকের নাম করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেন, "ওঁরা আগে সিদ্ধান্ত নেবে। তার পর আমায় জানালে আমি পরামর্শ দেব।" উল্লেখ্য, বুধবারের বৈঠকে একই সুর শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনিও বলেছিলেন, সংসদে দলীয় অবস্থান কখনই ব্যক্তিগত হতে পারে না। যা হবে তা দলগতভাবেই সিদ্ধান্ত হবে।