সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সাতসকালে পুরুলিয়ার DIB দপ্তরে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালের অগ্নিকাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কা। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ DIB দপ্তরের একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা জানলা দিয়ে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় DIB দপ্তর সংলগ্ন এলাকা। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। তবে তার মধ্যেই আগুনের দাপট বাড়তে থাকে। দমকল আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের একটি ইঞ্জিনের খানিকক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
[আরও পড়ুন: প্রথা ভেঙে দোল পূর্ণিমার আগেই ‘বসন্ত বন্দনা’, সূচি প্রকাশ বিশ্বভারতীর]
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে এফএসএল টিম আসছে।” জেলা পুলিশের গোয়েন্দা দপ্তর সংক্রান্ত নথিপত্র DIB দপ্তরে থাকে। তাই অগ্নিকাণ্ডে বেশ কিছু নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে পুরুলিয়া শহরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ক্যাম্পাসে আগুন লেগেছিল। জলের ট্যাঙ্ক ও প্লাস্টিকের পাইপ পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। সেই অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই DIB দপ্তরে অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই জোর শোরগোল।