নিরুফা খাতুন: সন্ধের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। মেটিয়াবুরুজের পর তপসিয়ায় আগুন। ট্রান্সফর্মার থেকে পাশের রাসায়নিক কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু আগুন নেভানোর কাজ।
শুক্রবার সন্ধেয় তপসিয়া রোডে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়। তারপরই দেখা যায় ট্রান্সফর্মারের পাশে থাকা রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা কারখানা গ্রাস করে।
[আরও পড়ুন: বাম আমলের চিংড়িঘাটা ফ্লাইওভারের নকশায় গলদ, বিপদের আশঙ্কায় ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভার]
মেটিয়াবুরুজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঠিক কতটা ক্ষয়ক্ষতি হল, স্বাভাবিকভাবেই তা এখনও স্পষ্ট নয়।