shono
Advertisement

একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, অষ্টমীর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড উল্টোডাঙায়

প্রাণহানি না হলেও আহত বেশ কয়েকজন।
Posted: 07:44 PM Oct 22, 2023Updated: 08:56 PM Oct 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মাঝে ভয়াবহ দুর্ঘটনা। অষ্টমীর সন্ধ্যায় আনন্দের মধ্য়ে বড়সড় অগ্নিকাণ্ড (Fire)। উল্টোডাঙার ক্যানাল ইস্ট রোডের এক বাড়িতে  একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের (Cylinder blast) জেরে আগুন ছড়িয়ে গেল দ্রুত। যদিও দমকল বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজে নামায় প্রাণহানি হয়নি। তবে কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ল্যাডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করছে দমকলের ৫টি ইঞ্জিন। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে সাড়ে ৬ টা নাগাদ মানিকতলার কাছে ক্যানাল ইস্ট রোডের একটি বাড়ি থেকে প্রবল শব্দ শুনতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই দাউদাউ আগুন জ্বলে ওঠে। দ্রুত লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশে। এমনকী পাশের গাছেও আগুন লেগে যায়। উৎসবের আনন্দ নিমেষে বদলে যায় আতঙ্কের পরিবেশে। দ্রুত খবর পাঠানো হয় দমকলে। প্রথমে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। হোস পাইপ, হাইড্রলিক ল্যাডারের সাহায্যে আগুন নেভাতে তৎপর হন দমকল কর্মীরা। রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি। ইতিমধ্যে সেখানে কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। তড়িঘড়ি তাঁদের ভর্তি করানো হয় হাসপাতালে।

[আরও পড়ুন: নারীর হাতে দেবীর পূজা! প্রথমবার দুর্গাপুজোর দায়িত্বে মালদহের ২ মহিলা পুরোহিত]

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সমাজকর্মী তথা এলাকার প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। তিনি জানান, ” পরপর ৬টি সিলিন্ডার ফেটেছে। তবে দমকল অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে। কোনও প্রাণহানি ঘটেনি। কেউ কেউ আহত হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া যাবে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আতঙ্কের তেমন কিছু নেই।” কিন্তু ওই বাড়িতে কীভাবে পরপর এতগুলি সিলিন্ডার ফাটল, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ দমকল বাহিনী।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পুজো প্যান্ডেলে যাবেন? ‘অটোচালক’ হয়ে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement