নব্যেন্দু হাজরা: কলকাতা পুলিশে (Kolkata Police) নিয়োগের ঘোষণা রাজ্যের। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের জন্য় বড় সুখবর এটা।
Advertisement
শুধু কলকাতা পুলিশে নিয়োগ নয়, জেলার সাংবাদিকদের জন্যও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, মালদহে ইথানল উৎপাদন কারখানা, দার্জিলিংয়ে টি রিসর্ট তৈরির মতো সিদ্ধান্তও নিয়েছে তারা।
[আরও পড়ুন: ‘রকি-রানি’তে কাঁচি ‘খেলা হবে’ সংলাপ, রবিঠাকুরকেও অসম্মান! বিতর্কে মুখ খুললেন আলিয়া-চূর্ণী]
মন্ত্রিসভার বৈঠকে ৫টি বড় সিদ্ধান্তে ছড়াপত্র দেওয়া হয়েছে এদিন।
- কলকাতা পুলিশে ২ হাজার ৫০০ জন কনস্টেবল নিয়োগ করবে রাজ্য় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
- মালদহে তৈরি হবে গ্রিন বেসড ডিস্টিলারি। তৈরি হবে ইথানল। ৯৯ বছরের জন্য জমি লিজ দেওয়া হবে।
- দার্জিলিংয়ের নিউ চামটায় তৈরি হবে টি রিসর্ট। ১৯ একর জমিতে তৈরি হবে রিসর্টটি। এর জন্য় বেসরকারি এক হোটেল গ্রুপকে ৯৯ বছরের জন্য জমি লিজ দেওয়া হচ্ছে।
- কলকাতার মতো জেলায়-জেলায় সাংবাদিকদের জন্য় হাউসিং সোসাইটির ব্যবস্থা করছে রাজ্য। ১ টাকা সেলামি ও বার্ষিক ১ টাকা ভাড়ার বিনিময়ে ৯৯ বছরের লিজে বাড়ির ব্যবস্থা। আগে শুধুমাত্র কলকাতার সাংবাদিকদের জন্য এই ব্যবস্থা ছিল।
- দার্জিলিং ইমপ্রুভমেন্ট বোর্ডের মাধ্যমে জমি সমস্যার সমাধান। নতুন ভাড়াটিয়া নিময় মেনে হোম স্টেগুলির জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হবে।