shono
Advertisement

ভাঙড় কাণ্ডের প্রতিবাদে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সামনে বিক্ষোভে বামেরা

রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে বিশ্বের সামনে বাংলার ভাবমূর্তিই যে নষ্ট করল বামেরা এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদেরও৷ The post ভাঙড় কাণ্ডের প্রতিবাদে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সামনে বিক্ষোভে বামেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:53 PM Jan 20, 2017Updated: 06:25 PM Jan 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক ঘণ্টা আগেই বিদেশ থেকে আগত শিল্পপতিদের সামনে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরেছিলেন খোদ রাষ্ট্রপতি৷ কয়েক ঘণ্টা পেরতে না পেরতেই তার উল্টো ছবি দেখল রাজ্য৷ সৌজন্যে বামেরা৷ কান্তি গঙ্গোপাধ্যায় ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে ভাঙড় কাণ্ডের প্রতিবাদে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সামনেই দেখানো হল বিক্ষোভ৷

Advertisement

(বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে?)

পাওয়ার গ্রিড প্রকল্পকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল ভাঙড়৷ সাধারণ মানুষ প্রতিবাদ করায় তখনই প্রকল্পের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ সেই ঘটনাকে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ শানাতে কোমর বেঁধে নামল বামেরা৷ কিন্তু তাদের রাজনৈতিক প্রতিবাদে আদতে

রাজ্যের ভাবমূর্তিই নষ্ট হল৷ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা অনুষ্ঠানে পরোক্ষে হলেও উঠে এসেছিল বাম আমলের কথা৷ শ্রমদিবস নষ্টের যে সংস্কৃতি তৈরি হয়েছিল বাম আমলে, তা কাটিয়ে রাজ্য নতুন বিনিয়োগের গন্তব্য হয়ে উঠেছিল৷ এ মর্যাদা মিলেছিল খোদ রাষ্ট্রপতির থেকেই৷ কিন্তু বামেরা যে সেই সংস্কৃতির ছায়া মাড়ায় না এদিন যেন তা ফের প্রমাণ হয়ে গেল৷ বিক্ষোভের অবস্থান হিসেবে বেছে নেওয়া হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চটিকেই৷ মুখে কালো কাপড় বেঁধে, বাঁশি বাজিয়ে প্রতিবাদে শামিল হন বাম কর্মী সমর্থকরা৷ পরমা আইল্যান্ডের সামনে পথ অবরোধ করা হয়৷ বামেদের বিক্ষোভ সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকে৷ হাতাহাতি বাধে বিক্ষোভকারীদের সঙ্গে৷ ইতিমধ্যেই কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

(রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে বিনিয়োগের বার্তা রাষ্ট্রপতির)

ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তিনি জানান, “বামেরা রাজনৈতিকভাবে ভাঙড় কাণ্ডের বিরোধিতার করতেই পারে৷ কিন্তু তার জন্য আর জায়গা পেল না?” রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে বিশ্বের সামনে বাংলার ভাবমূর্তিই যে নষ্ট করল বামেরা এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদেরও৷

সূচনা হল বর্ণাঢ্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের

The post ভাঙড় কাণ্ডের প্রতিবাদে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সামনে বিক্ষোভে বামেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement