সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক ঘণ্টা আগেই বিদেশ থেকে আগত শিল্পপতিদের সামনে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরেছিলেন খোদ রাষ্ট্রপতি৷ কয়েক ঘণ্টা পেরতে না পেরতেই তার উল্টো ছবি দেখল রাজ্য৷ সৌজন্যে বামেরা৷ কান্তি গঙ্গোপাধ্যায় ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে ভাঙড় কাণ্ডের প্রতিবাদে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সামনেই দেখানো হল বিক্ষোভ৷
(বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে?)
পাওয়ার গ্রিড প্রকল্পকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল ভাঙড়৷ সাধারণ মানুষ প্রতিবাদ করায় তখনই প্রকল্পের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ সেই ঘটনাকে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ শানাতে কোমর বেঁধে নামল বামেরা৷ কিন্তু তাদের রাজনৈতিক প্রতিবাদে আদতে
(রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে বিনিয়োগের বার্তা রাষ্ট্রপতির)
ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তিনি জানান, “বামেরা রাজনৈতিকভাবে ভাঙড় কাণ্ডের বিরোধিতার করতেই পারে৷ কিন্তু তার জন্য আর জায়গা পেল না?” রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে বিশ্বের সামনে বাংলার ভাবমূর্তিই যে নষ্ট করল বামেরা এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদেরও৷
সূচনা হল বর্ণাঢ্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের
The post ভাঙড় কাণ্ডের প্রতিবাদে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সামনে বিক্ষোভে বামেরা appeared first on Sangbad Pratidin.