সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির তৈরি। উদ্বোধন হবে ২২ জানুয়ারি। রামলালার মন্দির উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। লোকসভার ভোটের আগেভাগে যে মন্দির নিয়ে বেজায় ব্যস্ত গেরুয়া শিবির। এই মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের প্রথম দিকেই। উল্লেখ্য, ২০১৯ সালে অযোধ্যার মামলার রায়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, মুসলিম পক্ষকে পাঁচ একর জমি দিতে হবে। অযোধ্যা জেলারই ধন্যিপুরে সেই জমি মিলেছে। সেখানেই নতুন বছরে মসজিদ নির্মাণ হবে বলে জানা গিয়েছে।
আদালতের নির্দেশ মতো মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে ‘ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট’। এই সংস্থাটি তৈরি করেছে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গিয়েছে, মসজিদ তৈরির খরচ তুলতে আলাদা একটি কমিটি গড়া হয়েছে। ওই কমিটি এখনও পর্যন্ত ৫০ লক্ষ টাকা তুলেছে। ট্রাস্টের প্রধান তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জুফার ফারুকির বক্তব্য, নতুন বছরের মে মাস থেকে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। এই কাজ কবে শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না।
[আরও পড়ুন: শুধু ছুটির দিনে কাছে পান স্ত্রীকে, ‘স্বাভাবিক দাম্পত্যে’র দাবিতে আদালতের দ্বারস্থ স্বামী]
মসজিদের নকশা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের অন্যান্য মসজিদের মতোই মিনার এবং গম্বুজ থাকবে নতুন মসজিদে। ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে, ৫ একর জায়গায় কেবল মসজিদ নয়, একটি হাসপাতাল এবং একটি যৌথ রান্নাঘর তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেই কাজ শুরু হয়ে যাবে ২০২৪ সালের মে মাস থেকেই।