সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা আগেই উড়িয়েছিলেন। মঙ্গলবার লখনউয়ে বিএসপির জাতীয় কর্মসমিতির অধিবেশনে সর্বসম্মতিক্রমে দলের সভানেত্রী পুনর্নির্বাচিত হলেন মায়াবতী। সময়ের দাবি মেনে দলিত নেত্রীর ভাইপো আকাশ আনন্দ দলের এক নম্বর হতে চলেছেন, মঙ্গলবার এই ভাবনায় কার্যত তালা পড়ল।
২০১৮ সালে মে মাসে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মায়াবতী জানিয়েছিলেন, শারীরিক ভাবে যত দিন সক্ষম থাকবেন, তত দিন তিনি দলের সর্বভারতীয় সভাপতি পদে থাকবেন। আরও স্পষ্ট করেছিলেন, আগামী দু’দশকের মধ্যে কেউ যেন দলের সভাপতি হওয়ার স্বপ্ন না দেখেন। যদিও বিগত সময়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলিত নেত্রীর ভাইপো আকাশ আনন্দের নাম উঠে আসছিল বারবার। মনে করা হচ্ছিল ৬৮ বছরের মায়াবতী এবার ব্যাটন তুলে দেবেন নতুন প্রজন্মের হাতে। ঠিক যেভাবে দুদশক আগে বিএসপির প্রতিষ্ঠাতা কাঁসিরাম তাঁকে ‘রাজনৈতিক উত্তরসূরি’ মনোনীত করেছিলেন।
[আরও পড়ুন: সিসোদিয়ার পর এবার কে কবিতা, আবগারি মামলায় সুপ্রিম নির্দেশে জামিন পেলেন বিআরএস নেত্রী]
কিন্তু আপাতত সেই সম্ভাবনা বিশ বাও জলে। তিনিই সুপ্রিমো বুঝিয়ে দিলেন পোড় খাওয়া বিএসপি নেত্রী। মঙ্গলবার তফের ঘোষণা করা হল, বিএসপির জাতীয় কর্মসমিতির অধিবেশনে আবার সর্বসম্মতিক্রমে দলের সভানেত্রী পুনর্নির্বাচিত হয়েছেন মায়াবতী। উল্লেখ্য, গত এক দশকে মায়াবতীর দল উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে জনভিত্তি অনেকটাই খুইয়েছে। তা ফিরে পাওয়াই এখন সবচেয়ে বড় লড়াই।