shono
Advertisement

ভাইপোতেই আস্থা পিসির, দলে নিজের উত্তরসূরি ঘোষণা করে দিলেন মায়াবতী!

লোকসভার আগে মুখ বদল বিএসপির।
Posted: 01:43 PM Dec 10, 2023Updated: 01:46 PM Dec 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রাজনীতিতে আরও এক ভাইপোর ‘লং জাম্প’। বিএসপি সুপ্রিমো মায়াবতীর উত্তরসূরি হতে চলেছেন তাঁরই ভাইপো আকাশ আনন্দ। দলের জাতীয় পদাধিকারীদের বৈঠকে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন বিএসপি সুপ্রিমো।

Advertisement

দলীয় বৈঠকে বিএসপি সুপ্রিমো ঘোষণা করে দিয়েছেন, এবার থেকে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া তাঁর দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো আকাশ আনন্দ। এমনিতে বিএসপি জাতীয় দল। তবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বাইরে প্রভাব সীমিত। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাবের মতো কিছু রাজ্যে বিএসপির প্রভাব আছে। আপাতত ওই রাজ্যগুলিতেই সংগঠন বাড়ানোর দায়িত্ব পড়ছে আকাশ আনন্দের উপর।

[আরও পড়ুন: শীতলতম রবিবার! ১৫ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা]

মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত মায়াবতীর। বিএসপি নেতা উদয়বীর সিং জানিয়েছেন, যে সমস্ত রাজ্যে দল কমজোরি সেখানে আকাশ আনন্দ কাজ করবেন। সেখানে যাতে সাংগঠনিক শক্তি বাড়ানো যায়, সেই চেষ্টা করবেন আকাশ। উদয়বীর জানিয়েছেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড বাদে বাকি রাজ্যে আকাশ কাজ করতে চলেছেন। রাজনৈতিক মহলের মত, সরাসরি ঘোষণা না করলেও মায়াবতী এদিন কার্যত বুঝিয়ে দিয়েছেন, তাঁর অনুপস্থিতি দলের রাশ যাবে ভাইপো আকাশের হাতেই।

[আরও পড়ুন: চাকায় আর কাঁটা নয়, বেআইনি পার্কিং ঠেকাতে পুরসভার হাতিয়ার নতুন অ্যাপ]

তাৎপর্যপূর্ণভাবে দলে আকাশের গুরুত্ব এভাবে বেড়ে যাওয়ায় আপত্তি ছিল বিএসপির বহু নেতাই। গত কয়েক বছরে তাঁদের অনেককেই সাসপেন্ড করে দিয়েছেন মায়াবতী। একদিন আগেই সাসপেন্ড হয়েছেন দলের লোকসভার দলনেতা দানিশ আলি। এই সবটাই সম্ভবত ভাইপোর অভিষেকের জন্যই করছিলেন বেহেনজি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement