shono
Advertisement

অ্যালোপ্যাথির বাগানে আয়ুর্বেদের পাঠ!

‘ত্রিফলা’ ফলবে কলকাতা মেডিক্যাল কলেজের ক্যম্পাসে৷ বাগান ভরে উঠবে হলুদ, নিম, তুলসীর সমাহারে৷ The post অ্যালোপ্যাথির বাগানে আয়ুর্বেদের পাঠ! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Sep 15, 2016Updated: 09:43 AM Sep 15, 2016

গৌতম ব্রহ্ম: আমলকী, হরীতকী, বয়রা৷ ‘ত্রিফলা’ ফলবে কলকাতা মেডিক্যাল কলেজের ক্যম্পাসে৷ অ্যাল্যোপ্যাথির বাগানে হবে আয়ুর্বেদের চাষ!আজ্ঞে হ্যাঁ, ছোট-বড় মিলিয়ে প্রায় এগারোটি বাগান তৈরি হচ্ছে মেডিক্যালে৷ ফুলের গাছ লাগানো হয়েছে৷ গোলাপ, জবা, টগর, গাঁদার চারা বসানো হয়েছে৷ কয়েকটি বাগান আলো করে ফুল ধরেছে৷ সুপার অফিসের সামনে থাকা বড় বাগানটি এখন তৈরি হচ্ছে৷ ফুলের সঙ্গে এখনে লাগানো হবে ভেষজ গাছও৷ জানিয়েছেন কলেজের এমএসভিপি ডা. শিখা বন্দ্যোপাধ্যায়৷ আমলকী, হরীতকী, বয়রা তো আছেই, বাগান ভরে উঠবে হলুদ, নিম, তুলসী, শতমূল, আয়াপানের সবুজে৷

Advertisement

বাগানের সৌন্দর্যায়নে এগিয়ে এসেছে ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’৷ মালিদের খরচ পুরোটাই বহন করবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক৷ সব থেকে বড় বাগানটি তৈরি হচ্ছে এমএসভিপি অফিসের সামনে৷ বাগানের মাঝখানে থাকছে ৪ লক্ষ লিটার জলধারণের ক্ষমতাযুক্ত রিজার্ভার৷ এখানেই চারটি কোণে তৈরি হবে ভেষজ উদ্যান৷ সোমবার মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকেও বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন চেয়ারম্যান বিধায়ক ডা. নির্মল মাজি৷ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন৷

নির্মলবাবু জানালেন, ঢেলে সাজানো হচ্ছে এশিয়ার প্রাচীনতম মেডিক্যাল কলেজ৷ চারটি বড় গেট তৈরি হচ্ছে৷ এর মধ্যে একটি ভিক্টোরিয়ান স্টাইলে৷ এগারোটি বাগান তৈরি হচ্ছে৷ নির্মলবাবু জানান, কল্যাণীর সরকারি বাগান থেকে ভেষজ গাছ এনে লাগানো হবে৷ হর্টিকালচার বিভাগ সাহায্য করবে৷ কিন্তু এই ‘ত্রিফলা’ কোন কাজে লাগবে? জানা গিয়েছে, কল্যাণীতে রাজ্য সরকারের ভেষজ ওষুধ তৈরির কারখানা রয়েছে৷ সেখানেই চলে যাবে এই সব ‘কাঁচামাল’৷ এতে এক ঢিলে দুই পাখি মারা হবে৷ বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডা. প্রদ্যোত্বিকাশ করমহাপাত্র জানিয়েছেন, আমলকী, হরীতকী, বয়রা – এই তিন প্রকার ভেষজ মিলিয়ে ত্রিফলা চূর্ণ তৈরি করা হয়৷ পেটের রোগ ও কোষ্ঠকাঠিন্য সারাতে ত্রিফলার বিকল্প নেই৷ মেডিক্যাল কলেজে যদি এই গাছের চাষ হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেকটাই বৃদ্ধি পাবে৷

The post অ্যালোপ্যাথির বাগানে আয়ুর্বেদের পাঠ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement