shono
Advertisement
AIIMS

কেরিয়ার নিয়ে মানসিক অবসাদ, আত্মহত্যা এইমসের হবু ডাক্তারের!

ঘটনার তদন্ত করছে পুলিশ। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:13 PM May 23, 2024Updated: 05:13 PM May 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড় এইমসে মৃত্যু হবু ডাক্তারের! প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ডাক্তারি পড়ুয়া। ইন্টার্নশিপ শেষ করতে না পারার কারণে বেশ কয়েকদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনার তদন্ত করছে পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম রঞ্জিত ভোয়ার। ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা বছর পঁচিশের ওই যুবক ছত্তিশগড়ের রায়পুর জেলার এইমসের ইন্টার্ন ছিলেন। গত বছর ইন্টার্নশিপ শেষ করতে পারেননি রঞ্জিত। পুলিশ সূত্রে খবর, তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন রঞ্জিত। চিকিৎসা চলছিল তাঁর। সেই ওষুধেরই ওভার ডোজ নিয়ে নিয়েছিলেন ওই পড়ুয়া। পুলিশের অনুমান,মানসিক অবসাদ থেকেই আত্মহননের পথ বেছে নিয়েছেন রঞ্জিত।

[আরও পড়ুন: স্বাতীর পাশে নির্ভয়ার মা, অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি কেজরিওয়ালের কাছে

বৃহস্পতিবার স্থানীয় আমনাকা থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার হস্টেলে নিজের ঘরে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন রঞ্জিত। যা দেখে তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে ওয়ার্ডেনকে খবর দেন। এক চিকিৎসক এসে রঞ্জিতকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার পরই খবর দেওয়া হয় পুলিশে। তবে রঞ্জিতের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ময়নাতদন্তের পর তাঁর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

[আরও পড়ুন: কর্নাটকের আর্জি, প্রজ্জ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গিয়েছে, মৃতের নাম রঞ্জিত ভোয়ার। ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা বছর পঁচিশের ওই যুবক ছত্তিশগড়ের রায়পুর জেলার এইমসের ইন্টার্ন ছিলেন।
  • গত বছর ইন্টার্নশিপ শেষ করতে পারেননি রঞ্জিত। পুলিশ সূত্রে খবর, তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন রঞ্জিত।
  • বৃহস্পতিবার স্থানীয় আমনাকা থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার হস্টেলে নিজের ঘরে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন রঞ্জিত। যা দেখে তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে ওয়ার্ডেনকে খবর দেন।
Advertisement