shono
Advertisement

Breaking News

মহিলা প্রার্থীর সামনেই অন্তর্বাসে শারীরিক পরীক্ষা পুরুষ চাকরিপ্রার্থীদের

কেমন এমন হয়রানি? The post মহিলা প্রার্থীর সামনেই অন্তর্বাসে শারীরিক পরীক্ষা পুরুষ চাকরিপ্রার্থীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM May 02, 2018Updated: 05:48 PM May 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব৷ কমছে কাজের সুযোগ৷ সামান্য ঝাড়ুদার পদেও চাকরির পরীক্ষায় ভিড় বাড়ছে চাকরিপ্রার্থীদের৷ দেশে বেকারত্ব সমস্যা যখন ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই পুলিশের চাকরির শারীরিক পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত বিড়ম্বনায় পড়লেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ একই ঘরে মহিলাদের প্রার্থীদের সামনে অন্তর্বাসের পরে পুরুষ চাকরি প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়ার ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷

Advertisement

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আজ ছিল মধ্যপ্রদেশ পুলিশে কর্মী নিয়োগের শারীরিক পরীক্ষা নেওয়া কথা ছিল৷ সেই মতো চাকরি-প্রার্থীরা হাজির হন পরীক্ষা দিতে৷ অভিযোগ, এক ঘরে মহিলা চাকরিপ্রার্থীদের দাঁড় করিয়ে পরুষদের পোশাক খুলিয়ে নেওয়া হয় শারীরিক পরীক্ষা৷ এমনকি, মহিলা চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়া জন্য ছিল না কোনও মহিলা পরীক্ষক৷ ফলে, শারীরিক পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়েন চাকরিপ্রার্থীরা৷

[‘অ্যাভেঞ্জার্স-ইনফিনিটি ওয়ার’ দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে দর্শকের রহস্যমৃত্যু]

এদিনের এই পরীক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শারীরিক পরীক্ষার ভিডিও৷ মধ্যপ্রদেশ পুলিশের ঘটানো এই কাণ্ড দেখে রীতিমতো চমকে উঠেছে চাকরিপ্রার্থীদের একাংশ৷ এভাবে কেন পুরুষ ও মহিলা চাকরি-প্রার্থীদের একই ঘরে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা নিল পুলিশ? কেন মহিলা চাকরিপ্রার্থীদের জন্য পৃথক ব্যবস্থা করা হল না? কেন মহিলা পরীক্ষককে দিয়ে নেওয়া হল না পরীক্ষা? প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

এর আগেও পুলিশে যোগ দিতে গিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী৷ মেডিক্যাল পরীক্ষার সময় তাঁদের বুকে সেঁটে দেওয়া হয়েছিল এসসি ও এসটি স্টিকার৷ ঘটনায় দৃশ্যতই অস্বস্তিতে পড়েছেন যুবকরা। মধ্যপ্রদেশের এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে৷ এদিও ঠিক একই ভাবে চাকরিপ্রার্থীদের নিয়ে কার্যত ছেলেখেলা করল মধ্যপ্রদেশে পুলিশ৷

The post মহিলা প্রার্থীর সামনেই অন্তর্বাসে শারীরিক পরীক্ষা পুরুষ চাকরিপ্রার্থীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement