-
- ফটো গ্যালারি
- Meet android developer rishi shiv prasanna with an iq of 180
আইনস্টাইনের চেয়েও বেশি IQ লেভেল! প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল 'বিস্ময় বালক' প্রসন্ন
এই বয়সেই অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরের জন্য তিনটি অ্যাপ বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে প্রসন্ন।
Tap to expand
বয়স মাত্র আট বছর। কিন্তু এই খুদের প্রতিভা বিস্মিত করে গোটা দুনিয়াকে। দেশের অতি প্রতিভাবান কিশোর ঋষি শিব প্রসন্নকে এবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত করা হল। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খুদের হাতে এই পুরস্কার তুলে দেন।
Tap to expand
বেঙ্গালুরুর প্রসন্নর আইকিউ ১৮০। যেখানে একজন সাধারণ ব্যক্তির আইকিউ লেভেল হয় ৮৫ থেকে ১১৫। অর্থাৎ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকেও হার মানায় প্রসন্নর বুদ্ধি। যাঁর আইকিউ লেভেল ছিল ১৬০।
Tap to expand
শুনতে অবাক লাগলেও এই বয়সেই অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরের জন্যও তিনটি অ্যাপ বানিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে প্রসন্ন। নানা পুরস্কারে ভরতি তার ঝুলি।
Tap to expand
বিশ্বের সবচেয়ে প্রাচীন হাই-আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনালের অন্যতম কনিষ্ঠ সদস্য প্রসন্ন। মাত্র সাড়ে ৪ বছর বয়সেই এই সোসাইটিতে জায়গা করে নিয়েছিল সে। মাত্র দু'বছর বয়স থেকে লেখাপড়া শুরু করে দিয়েছিল এই বিস্ময় বালক। ৩ বছর বয়সে যখন বাচ্চারা অক্ষর চিনতে শেখে, তখনই সে সৌরজগৎ, ব্রহ্মাণ্ড, গ্রহ-নক্ষত্র, সংখ্যা ও আকার নিয়ে কাটাছেঁড়া করত।
Tap to expand
বিজ্ঞানের প্রতি অদম্য ভালবাসাতেই অল্প বয়সে কোডিং শিখে ফেলে এই খুদে। প্রসন্নর কথায়, "আমি ৫ বছর বয়সে কোডিং শিখি। অনেকগুলো অ্যাপও বানিয়ে ফেলেছি। বড় হয়ে বিজ্ঞানী হতে চাই।"
Tap to expand
অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরের জন্য যে অ্যাপগুলি প্রসন্ন তৈরি করেছে, তা হল আইকিউ টেস্ট অ্যাপ, কানস্ট্রিস অফ দ্য ওয়ার্ল্ড ও কোভিড হেল্প ফর বেঙ্গালোরিয়ান অ্যাপ। এহেন খুদের জন্য গর্বিত গোটা দেশ। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার জেতার জন্য প্রসন্নকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
Published By: Sulaya SinghaPosted: 08:58 PM Jan 24, 2023Updated: 09:17 PM Jan 24, 2023
এই বয়সেই অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরের জন্য তিনটি অ্যাপ বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে প্রসন্ন।