shono
Advertisement

নোট বাতিলের সমর্থনে জাতীয় সঙ্গীত ও স্তোত্র গাইবেন ৫০ হাজার মানুষ

ব্যর্থতা ঢাকতে হাতিয়ার উগ্র জাতীয়বাদ, অভিযোগ বিরোধীদের৷ The post নোট বাতিলের সমর্থনে জাতীয় সঙ্গীত ও স্তোত্র গাইবেন ৫০ হাজার মানুষ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 AM Nov 04, 2017Updated: 04:01 AM Nov 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের বর্ষপূর্তি উদযাপনেও চড়া দাগের জাতীয়বাদকেই হাতিয়ার করতে চাইছে রাজস্থানের বিজেপি সরকার৷ মোদির নোট বাতিল ঘোষণার একবছর পূর্ণ হচ্ছে আগামী ৮ নভেম্বর৷ দিনটিকে মহাধূমধামের সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা রাজে সরকার৷ সেদিন জয়পুরের এসএমএস স্টেডিয়ামে বিরাট অনুষ্ঠান হবে৷ সেখানে প্রায় ৫০ হাজার মানুষ একসঙ্গে ‘জন গণ মন’ ও ‘বন্দে মাতরম’ গাইবেন৷ এদিকে, রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের সমালোচনার সরব বিরোধীরা৷

Advertisement

[জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন মুকুল]

নোটবাতিলের বর্ষপূর্তিতে ফের সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা৷ আগামী ৮ নভেম্বর দেশজুড়ে কালাদিবস পালনের ডাক দিয়ে তারা৷ এ রাজ্যে ওইদিন কালাদিবস পালন করার ঘোষণা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ পালটা কর্মসূচি নিয়েছে বিজেপিও৷ নোটবাতিলের বর্ষপূর্তির দিনে দেশজুড়ে ‘কালো টাকা বিরোধী দিবস’ পালন করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাই বিজেপিশাসিত রাজস্থানেও যে আগামী ৮ নভেম্বর দিনটি সাড়ম্বরে পালিত হবে, তাতে আশ্চর্যের কিছু নেই৷ কিন্তু, বসুন্ধরা রাজে সরকারের নোটবাতিলের বর্ষপূর্তি উদযাপনের কর্মসূচি নিয়ে সমালোচনার সরব বিরোধী৷ তাঁদের অভিযোগ, নিজেদের ব্যর্থতা ঢাকতেই উগ্র জাতীয়বাদকে হাতিয়ার করতে চাইছে শাসকদল৷

[স্মার্ট সিটির বাস্তবায়ন কঠিন, মোদির অস্বস্তি বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস]

কিন্তু, ঠিক কীভাবে নোটবাতিলের বর্ষপূর্তি উদযাপন করবে রাজস্থানের বিজেপি সরকার? আগামী ৮ নভেম্বর জয়পুরের এসএমএস স্টেডিয়ামে রাজস্থান ইয়ুথ বোর্ড ও আরএসএসপন্থী হিন্দু স্পিরিচুয়াল অ্যান্ড সার্ভিস ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে বিরাট অনুষ্ঠানের আয়োজন করছে রাজস্থান সরকার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে৷ তাঁর সামনে একসঙ্গে  ‘জণ গণ মন’ ও ‘বন্দে মাতরম’  গাইবেন প্রায় ৫০ হাজার মানুষ৷ বিভিন্ন হিন্দি ছবির দেশাত্ববোধক গান বাজিয়ে শোনাবেন বলিউডের বিখ্যাত সুরকার জুটি কল্যাণজি-আনন্দজির আনন্দজি৷ সরকারের দাবি, নাগরকিদের মধ্যে পরিবার, পরিবেশ ও সর্বোপরি দেশের প্রতি ভালবাসা জাগিয়ে তুলতেই এই অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

[কাশ্মীরে বিজেপির যুব নেতাকে গলা কেটে খুন করল জঙ্গিরা]

ঘটনাচক্রে, নোটবাতিলের বর্ষপূর্তিতে ৮ নভেম্বরই রাজস্থানে কালাদিবস পালন করবে বিরোধী দল কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলটের অভিযোগ, নিজেদের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পনামাফিক সাড়ম্বরে নোটবাতিলের বর্ষপূর্তি পালন করছে বিজেপি৷ বিরোধীদের প্রশ্নের জবাব দিতে না পেরেই এখন প্রাদেশিকতা ভিত্তিক রাজনীতি ও উগ্র জাতীয়বাদের আশ্রয় নিচ্ছে তারা৷

[পাণ্ডবদের জতুগৃহ খননে অনুমতি এএসআইয়ের]

তবে বিরোধীরা যাই বলুক না কেন, আগামী ৮ নভেম্বরের অনুষ্ঠানকে সফল করতে উঠেপড়ে লেগেছে আরএসএসপন্থী সংগঠন হিন্দু স্পিরিচুয়াল অ্যান্ড সার্ভিস ফাউন্ডেশন৷ এসএমএস স্টেডিয়ামের আসন ভরাতে জয়পুরের শহরের ৪০০টি বেসরকারি স্কুলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা৷ অনুষ্ঠানে হাজির থাকবেন স্কুলের সমস্ত পড়ুয়া৷ স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷ তবে বিতর্ক এড়াতে অবশ্য নোটবাতিলের বর্ষপূর্তির অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের আমন্ত্রণ জানায়নি রাজস্থান সরকার৷

[লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তা বানাল BRO]

The post নোট বাতিলের সমর্থনে জাতীয় সঙ্গীত ও স্তোত্র গাইবেন ৫০ হাজার মানুষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement