সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি বদলে গেল গুজরাটে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানের নাম। আগে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত অনুষ্ঠানের নাম ঠিক করা হয়েছিল ‘কেমছো ট্রাম্প’ (Kem Chho Trump)। রাতারাতি তা বদলে করা হল ‘নমস্তে প্রেসিডেন্ট ট্রাম্প’। গুজরাট সরকারের ওয়েবসাইট থেকে উড়িয়ে দেওয়া হয়েছে ‘কেমছো’ শব্দটি। বদলে জুড়ে দেওয়া হয়েছে ‘নমস্তে’।
গতবছর আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের আয়োজন করেছিল মার্কিন প্রশাসন। ‘বন্ধু’ ট্রাম্পের সেই সৌজন্যে মুগ্ধ নরেন্দ্র মোদি পালটা মার্কিন প্রেসিডেন্টের জন্য রাজকীয় আতিথেয়তার বন্দোবস্ত করেছেন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সফর ঘিরে ইতিমধ্যেই একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের চোখ থেকে ভারতের বসতিবাসীর করুণ অবস্থা লুকিয়ে রাখতে আহমেদাবাদ প্রশাসন যে দেওয়াল তোলার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে নেটদুনিয়ায়। ট্রাম্পের গুজরাট সফরের কয়েক ঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হওয়ার কথা। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এত বিশাল খরচের অর্থ খুঁজে পাচ্ছে না বিরোধী শিবির। ট্রাম্পকে স্বাগত জানাতে যে জাকজমক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তা নিয়েও কম বিতর্ক হয়নি।
[আরও পড়ুন: ‘বিরোধীদের ক্ষমা করে দিয়েছি’, শপথের মঞ্চে আক্রমণের জবাব দিলেন কেজরিওয়াল]
এসবের মধ্যেই নতুন করে ঢুকে পড়ল ‘নাম’ বিতর্ক। প্রাথমিকভাবে গুজরাটে আয়োজিত অনুষ্ঠানের নাম ‘কেমছো ট্রাম্প’ রাখা হয়েছিল। দেশের বিভিন্ন মহল থেকে যা নিয়ে আপত্তি ওঠে। বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর কোনও প্রাদেশিক অনুষ্ঠান নয়। এটা জাতীয় স্তরের অনুষ্ঠান। তাহলে, তাঁর অনুষ্ঠানের নাম প্রাদেশিক ভাষায় লেখা হবে কেন? এ প্রশ্নের মুখে রাতারাতিই অনুষ্ঠানটির নাম বদলে ফেলেছে গুজরাট সরকার। ‘কেমছো’র পরিবর্তে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘নমস্তে প্রেসিডেন্ট ট্রাম্প’ (Namaste, President Trump)। গুজরাট সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘কেমছো ট্রাম্প’ শুনতে প্রাদেশিক লাগছে। কিন্তু ট্রাম্পের ভারত সফর একটা জাতীয় অনুষ্ঠান। সে কারণেই অনুষ্ঠানের নাম বদলানো হয়েছে। নাম বদলালেও মার্কিন প্রেসিডেন্টের সফরসূচিতে কোনও পরিবর্তন হয়নি।
The post বাদ গুজরাটি শব্দ, প্রাদেশিকতার অভিযোগে নাম বদলাল ট্রাম্পের অনুষ্ঠানের appeared first on Sangbad Pratidin.