shono
Advertisement

Breaking News

একঘেয়েমি কাটাতে বেড়িয়ে পড়ুন মেঘের দেশে, রইল সুলুক সন্ধান

বোট হাউসে থাকতে ভুলবেন না৷ The post একঘেয়েমি কাটাতে বেড়িয়ে পড়ুন মেঘের দেশে, রইল সুলুক সন্ধান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Sep 02, 2018Updated: 08:16 PM Sep 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভেঙে চোখ খুলেই চতুর্দিকে শুধু জল আর জল৷ পাহাড়ের কোল ঘেঁষে সূর্যোদয়৷ অফিস যাওয়ার ব্যস্ততা নেই৷ শুধু নির্জনতাই সঙ্গী আপনার৷ ভাবুন তো কংক্রিটের ভিড় থেকে দূরে গিয়ে যদি এভাবেই কাটানো যায় কয়েকটা দিন, তবে কেমন হবে? কি ভাবছেন সামনেই পুজোর ছুটিতে এমন জায়গার খোঁজ পেলে, মন্দ হয় না৷ তবে আপনার জন্য রইল এমন ঠিকানার খোঁজ৷

Advertisement

[বদলাচ্ছে পাহাড়, মকাইবাড়িতে পর্যটনে বিপুল অঙ্কের বিনিয়োগের প্রস্তাব]

 

শিলং থেকে সোজা বেড়িয়ে পড়ুন ইউমিয়াম লেকের উদ্দেশে৷ পাহাড়ের গা ঘেঁসে সূর্যোদয়৷ লেক৷ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি আপনার রোজকার ক্লান্তি ভোলাতে বাধ্য৷ আর এই লেকে গেলে অবশ্যই থাকুন বোট হাউসে৷ চতুর্দিকে জলের মাঝে রাত কাটাতে মন্দ লাগবে না৷ কাঠের বাড়ি একটা অন্যরকম মেজাজ আনবে আপনার৷ কাঁচের জানালার চোখ রাখলেন দেখতে পাবেন পাহাড়৷ জলের উপর ওই বাড়িতে রয়েছে বারান্দাও৷ যেখানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য৷ ওই বারান্দাতের আরাম কেদারায় পিঠ রেখে গরম চায়ের কাপ হাতে নিয়ে হারিয়ে যেতে পারেন নিঃস্তব্ধতার জগতে৷ খরচের কথা ভাবার প্রয়োজন নেই৷ মাথা পিছু তিন হাজার টাকা খরচ করলেই আপনি পাড়ি জমাতে পারেন বোট হাউসে৷ তবে আগে থেকে বুকিং না করে গেলে বিপদে পড়তে পারেন৷ তাই অবশ্যই বুকিং করে পা বাড়ান বোট হাউসের পথে৷

[পাহাড়ে পর্যটনের নয়া ঠিকানার সন্ধান, দুর্গম পথে যোগাযোগ বাড়াতে উদ্যোগী জিটিএ]

[অলীক সুখের খোঁজে পাড়ি জমান লেপচাখা ও বক্সা দুর্গে]

বোট হাউসে রয়েছেন একজন কেয়ারটেকার৷ তিনি সদা হাস্যমুখে আপনার সমস্ত দাবিদাওয়া পূরণ করবেন৷ আপনার পছন্দ মতো খাবারের বন্দোবস্তও করবেন তিনি৷ তবে খাবারের জন্য আলাদা খরচ পড়বে আপনার৷ সেপ্টেম্বর-অক্টোবরই বোট হাউসে গিয়ে থাকার জন্য আদর্শ৷ সামনেই পুজো আসছে৷ পুজোর ছুটি কাটাতে অনায়াসেই আপনি কাছের মানুষজনকে সঙ্গে নিয়ে কম খরচে পাড়ি জমাতেই পারেন ইউমিয়াম লেকের বোট হাউসের পথে৷ ব্যস্ততা, হইচইকে পিছনে ফেলে কয়েকটা দিন না হয় একটু অন্যরকমভাবেই কাটালেন আপনি৷

The post একঘেয়েমি কাটাতে বেড়িয়ে পড়ুন মেঘের দেশে, রইল সুলুক সন্ধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement